নটি বিনোদিনী যখন কলকাতার থিয়েটারের মঞ্চে পা রাখলেন, এক অদ্ভুত বৈপরীত্যের ফুল ও কাঁটায় তাঁকে বরণ করে নিয়েছিল বাংলার সমাজ। মঞ্চে সে তাঁকে নক্ষত্রের সম্মান দিল, আর মঞ্চের বাইরে দিল রক্ষিতার অবমাননা। বিনোদিনীর জীবনকথার পটভূমিতে লেখা এ-উপন্যাসে এসেছে সমসময়ের আরো বহু অভিনেত্রীর জীবনকথা; জীবন্ত হয়ে উঠেছেন পরমহংস, নরেন্দ্রনাথ, বিদ্যাসাগর, গিরীশচন্দ্র, রবীন্দ্রনাথ, ভগিনী নিবেদিতা হেন চরিত্রেরাও। ২১ শতকের সিকিভাগ পেরিয়ে এসে, আজকের এক মেয়ের কলমে এই উপন্যাস, দেড়শো বছর আগে, প্রথম জনসমক্ষে এসে দাঁড়ানো মেয়েদের এক সময়োচিত, জরুরি মূল্যায়ন।