সুপ্রিয় চৌধুরীর জন্ম উত্তর কলকাতার সাবেকি পাড়ায়। কৈশোরের অনেকটাই কেটেছে রেললাইন আর উদ্বাস্তু কলোনি ঘেঁষা শহরতলিতে। যৌবন, প্রৌঢ়ত্বের ঠিকানা মধ্য ও দক্ষিণ কলকাতার সীমান্তবর্তী সংখ্যালঘু মহল্লা। পুঁথিগত শিক্ষার গণ্ডি পেরোলেও নানাধরনের পাঠে প্রবল আগ্রহ। শখ: ফুটবল, ফিল্ম আর পশুপাখি পোষা।
এটি একটি ইচ্ছাপূরণের গল্প, যেখানে নায়ক একাই সব কিছু করতে পারে, এমন একজন অলৌকিক শক্তিধর মানুষ। তার পরিবার সারা বিশ্ব থেকে খুঁজে নেয়া বিভিন্ন ব্যক্তিত্ব নিয়ে তৈরী । সেই পরিবার এখন নিঃস্বার্থ ভাবে বেরিয়েছে বাংলা থেকে সারা বিশ্ব জুড়ে মেয়ে পাচার কারীদের দলবল কে খুঁজে বেড়াচ্ছে। তাদের ক্ষমতা এতই যে তারা কয়েক ঘণ্টার মাঝে তাদের শত্রুদের খতম করে দেয়। পাঠক যদি পাল্প ফিকশন পড়ার আনন্দ পেতে চান তাহলে অবশ্য পাঠ্য। তবে গল্পে বিশ্বাসযোগ্যতা খুঁজতে চাইলে এ গল্প আপনার জন্য নয়।