পৃথিবীর সমস্ত সৃষ্টির পেছনে থাকে একটা ইতিহাস। পুরীর বিঝ্যাত জগন্নাথ মন্দিরের নেপথ্যেও রয়েছে এক নাটকীয় কাহিনী।
রাজার আরাধ্য নীলমাধব এখানে জগন্নাথরূপে প্রতিষ্ঠিত। কিন্তু নীলমাধব কেন এলেন না? উপন্যাসের চেয়েও অধিক আকর্ষক জগন্নাথদেবের কাহিনী। ধ্রুপদী গদ্যের সাবলীল ভঙ্গিতে রচিত কাহিনী শুধু ঈশ্বরের মহিমা প্রচারে নয়
সুব্রত গঙ্গোপাধ্যায়ের একাধিক অপূর্ব রঙিন অলংকরণে শোভিত বর্ণাঢ্য এই গ্রন্থ মানবতা আর মানুষের প্রতি বিশ্বাসে উদবোধিত হবার প্রেরণা।
শবরকন্যার সাথে ব্রাহ্মণ সন্তানের প্রেম আর পরিণয়ের মধ্য দিয়ে প্রাচীন সমাজের যে চিত্রটি ফুটে ওঠে সেখানে শেষ পর্যন্ত জয়ী হয় মানুষই।