নিজের র্যাঞ্চের পানির উৎস রক্ষা করতে গিয়ে খুন হয় জ্যারেড গল্ট। ছেলে জোনাস আদালতের ভুয়া রায়ের পর আমেস ডেমব্রোকে হত্যা করে পালায়। পেছনে ধাওয়া করে মেজর জেফরি ডেমব্রো, সঙ্গে ভাড়াটে খুনি ফ্রেঞ্চি ডুভাল ও নিখুঁত ট্র্যাকার রেড ইন্ডিয়ান। মা মার্থার নির্দেশে ভাই জেসকে নিয়ে পালানোর পথে জোনাসের সঙ্গে দেখা হয় চার্লি জ্যাকসের-যার বাবা সোনার খনিতে আটকা পড়েছে। তাকে উদ্ধারের জন্য জোনাসকে খুন করে তার ঘোড়াটা ছিনিয়ে নিতে চায় চার্লি। কোন দিক সামলাবে জোনাস?
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।