প্রতীক, জিয়া ও হালদার আবার রহস্যর সন্ধানে! টলিউডের রূপালী পর্দার লিডিং অ্যাক্ট্রেস দীপান্বিতা ওনার ষোলো তলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মারা যান। কোনো ঠোস এভিডেন্স বা মোটিভ না পেয়ে, পুলিশ সুইসাইডের কেস সাজায়। একই কমপ্লেক্সে কয়েক দিনের মধ্যেই প্রতীকের দাদুর এক বিশিষ্ট বন্ধুর কার্ডিয়াক অ্যরেস্টে মৃত্যু হয়। ঘটনা দুটি বিচ্ছিন্ন হলেও, প্রতীকের মনে কিছু প্রশ্ন জাগে এবং স্বাধিন ভাবে ও তদন্ত শুরু করে। দীপান্বিতা কি সুইসাইড করেছেন না খুন হয়েছেন? খুন হয়ে থাকলে মোটিভ কি ? প্রতীকের দাদুর বন্ধুর মৃত্যুর সাথে দীপান্বিতার কেসের কি লিংক? প্রতীক কি এসবের সমাধান করতে পারবে? প্রশ্নের উত্তর এই বইয়ের পাড়দা...... প্রতীকের প্রথম মার্ডার মিস্ট্রি।