শুরুতেই হকচকিয়ে যাবেন আপনি- ইতিহাস কুখ্যাত রাসপুটিন আর ১৯৫৩ সালে ক্র্যাশ হওয়া একটা বিমানের মধ্যে সম্পর্কটা কী? একটু এগিয়ে আরো পড়বেন ধাঁধায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুট হওয়া ২৮ টন সোনা, পঙ্কিল অতীত ঢাকতে মরিয়া হয় ওঠা এক বহুজাতিক কর্পোরেশন আর নতুন পোপের মহাসম্মেলনের মাঝে মাসুদ রানার স্থান কোথায়? বন্ধু ববি মুরল্যান্ডকে নিয়ে ও তো চলেছে গ্রীনল্যান্ডে! জেনে রাখুন, আসলে সমস্ত রহস্যের জড় লুকিয়ে আছে ওখানেই, মাটির নীচের এক অন্ধকার গুহায়। আছে এমন এক জিনিস যা ছড়ায় মৃত্যু নির্যাস। বরফের মঞ্চে অভিনীত হতে যাচ্ছে এক শ্বাসরুদ্ধকর নাটক। পাতায় পাতায় চমক, সাসপেন্স আর পাগল করে দেয়া একশান-- সবই আছে। নেই শুধু দম ফেলবার ফুরসত। সাবধান! তাই বলে শ্বাস নিতে ভুলবেন না আবার!
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
এডভেঞ্চার-রোমাঞ্চ যদি না থাকে তাহলে কিসের মাসুদ রানা? এই বইয়ে তুমুল এডভেঞ্চার আর রোমাঞ্চের সংস্পর্শে এসেছি। বরফ অঞ্চলে পরতে পরতে বরফের সাথে মাসুদ রানার হাড় হিম করা এডভেঞ্চার, আর কী লাগে? তবে ভিলেনের ক্যারেক্টারকে অতটা শক্তিশালী মনে হয়নি, সম্ভবত গল্পে তার স্থান বেশি ছিলো না বলেই। এছাড়া নায়িকা লিয়া'র চরিত্র ও সেভাবে ফুটে উঠেনি গল্পে তেমন বড় অংশ না পাওয়ায়। তবে হ্যা, মাসুদ রানার স্পাইগিরির থেকে বেশি দেখা গেছে এডভেঞ্চারের মানসিকতাটা, এ কারণে এই বইটিকে অন্যগুলোর থেকে ইউনিক ট্যাগ দেয়াই যায়।
One of the most underrated books of Masud Rana series. A breathtaking arctic thriller! You'll enjoy it reading in the winter. The book is slightly adapted from Pandora's Curse by Jack Du Brul. Happy reading.