মুনিয়াটাকে এত ভালোবাসতাম অথচ ও কেন যেন আমার হয়ে থাকতে চাইতো না। এই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চাইতো না। চারবছরের প্রেমের সম্পর্কটা ভেঙে যাবার ভয়ে, মুনিয়াকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে যখন আমার নিঃশ্বাস আটকে আসতো তখন খুব করে উপরওয়ালাকে ডেকে ডেকে বলতাম, একটা মিরাকেল ঘটাও প্লিজ! সুন্দর একটা সকাল এই কপালে এনে দাও যেদিন ঘুম থেকে জেগেই জানতে পারবো আজ আমার বিয়ে। প্রেমিকা আমার ব্যাগপত্র গুছিয়ে বাসায় চলে এসেছে কবুল বলবে বলে! অসহ্য যন্ত্রণায় তিল তিল করে শেষ হওয়ার মুহূর্তে উপরওয়ালা মিরাকেল ঘটালেন। একদিন সকালে চোখ মেলে সত্যিই দেখলাম আমার বিয়ে, তবে অন্য কারো সঙ্গে! যার কিনা আছে দীর্ঘ পনেরো বছরের প্রেমের ইতিহাস এবং একজন প্রেমিক যাকে সে আমারই মতন নিজেকে ভেঙেচুরে ভালোবাসে। জীবন তো আমার জটিল ছিলই, তার উপর জুটে গেল বউ আর তার প্রেমিক! জীবন এলোমেলো করে দেয়া এমন মিরাকেল তো আমি চাইনি। রাত গভীরে চোখের পানি ফেলে ফেলে চেয়েছিলাম আমার প্রেমিকাকে। তবুও কেন আমার ঝুলিতেই উপরওয়ালা অন্য কারো প্রেমিকাকে দিয়ে দিলেন?