আনুমানিক একাদশ শতকে কাশ্মিরী কবি সোমদেব রচনা করেছিলেন 'কথাসরিৎসাগর'। সংস্কৃত ভাষায় লিখিত কিংবদন্তি রাজা উদয়নের পুত্র নরবাহনদত্তের বিভিন্ন অভিযানের এই গল্পমালা ছোটোদের জন্য বাংলায়, সংক্ষিপ্তাকারে পরিবেশন করেছিলেন কুলদারঞ্জন রায়। এই বইয়ের প্রস্তুতির সঙ্গে জড়িয়ে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও! পূর্ণচন্দ্র চক্রবর্ত্তী অলংকৃত এই দুষ্প্রাপ্য ছোটোদের বইটি পুনরায় পাঠকদের জন্য মুদ্রিত হল।