Jump to ratings and reviews
Rate this book

ফুটন্ত গোলাপ

Rate this book

136 pages, Hardcover

First published December 1, 1986

135 people are currently reading
1125 people want to read

About the author

Kasem bin Abubakar

28 books122 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
51 (23%)
4 stars
27 (12%)
3 stars
27 (12%)
2 stars
20 (9%)
1 star
95 (43%)
Displaying 1 - 30 of 42 reviews
Profile Image for Mahir Farhan Khan.
27 reviews85 followers
April 29, 2017
শুরুতেই বলে নেই, যে বইটার কথা হচ্ছে ইহা একটি প্রেম কাহিনী। তবে কেও যদি এইটাকে শুধুই একটা প্রেম কাহিনী ভেবে বসে তাহলে সে মারাত্মক ভুল করে বসবে। লেখকরা স্বভাবতই মহান মানুষ। আর এই জিনিসের লেখক কাসেম বিন আবু বাকার তো মহানস্ব মহান। তিনি তো আর তার পাঠকদের এইরকম মারাত্মক ভুল করতে দিতে পারেন না। সেইজন্য বইয়ের নাতিদীর্ঘ ভূমিকায় তিনি ব্যাখ্যা করেছেন বইটির উদ্দেশ্য। বর্তমান যুগের তরুণদের ইসলামকে ভুলে যেয়ে পশ্চিমা অনুকরণ যে তার হৃদয়কে কত ব্যথিত করে করছে, ‘কাকের ময়ূর হওয়ার মতো মেতে ওঠা’ সমাজকে কীভাবে ধ্বংস করছে এইসব খানিকক্ষণ ব্যাখ্যা-ট্যাখ্যা করে তিনি লিখেছেন তার আসল উদ্দেশ্য। তা হলো 'যদি এই বাস্তবধর্মী উপন্যাসটি পড়ে বর্তমান যুব সমাজ সামান্যতমও জ্ঞান লাভ করে সেইমতো চলার প্রেরণা পায়, তবে নিজেকে ধন্য মনে করব।'

অর্থাৎ, এই বইয়ে বাস্তব আছে ইসলামও আছে, জ্ঞান আছে আবার প্রেমও আছে। আর একটা প্রেম কাহিনী যেখান থেকে লেখক আশা করেন তরুণেরা শিক্ষা নিয়ে ধর্মের পথে চলবে, নিশ্চয়ই বুঝতে পারছেন এই কথার উদ্দেশ্য কী? জি হ্যাঁ, এই বই আপনাকে শিখাবে কীভাবে সম্পূর্ণ হালাল উপায়ে প্রেম করতে হয়। যদি মনে সহি উপায়ে প্রেম করার শখ জাগে তাহলে আর দেরি না করে আজই পড়ে ফেলুন ‘ফুটন্ত গোলাপ’।
এ তো বললাম শুধু প্রেমের কথা, এছাড়াও আছে বহু অমূল্য জ্ঞান, তার কয়েকটা:-

১। ধর্মশিক্ষার জন্য গোপনে বর্ডার পার হয়ে ইন্ডিয়া যেতে চাইলে দালালরা টাকা নেয় না। (ইন্ডিয়ার ভিসা পাওয়ার যা হুজ্জত ভাবছি এইভাবে টেরাই মারুম কিনা)

২। পাঠ্যবই আর ইসলাম সংক্রান্ত বই ছাড়া সব বইই ‘আউট বই’।

৩। কলিংবেল বাজানোর মধ্যেও অভিজাত্য আছে। বিরতি দিয়ে দুইবার বেল বাজানোই অভিজাত্যের প্রতীক। (এখনকার মানুষ বড়ই বেরসিক, অভিজাত্য বোঝে না। বাড়ির সামনে এসে কলিংবেল না টিপে ফোন করে)

৪। বড় ছেলে-মেয়েরা একসাথে খেলাধূলা করলে খেলার উদ্দেশ্য নষ্ট হয়ে যায়।

৫। গান-বাজনা নিষিদ্ধ তবে উর্দু গজল ঠিক আছে।

৬। প্রেম করা হারাম তবে বোরখা পরে সমস্যা নাই।

৭। প্রত্যেক নারী তার স্বামীর বাম পাঁজর থেকে সৃষ্টি হয়েছে। (চিরকুমারীরা তাহলে আসলো কোত্থেকে!!)

৮। চেয়ার-টেবিলে বসে খাওয়া বিধর্মীদের অনুকরণ, সুতরাং হারাম।

৯। হাততালি দেওয়া মুসলমানদের উচিৎ না। আনন্দ প্রকাশ করতে চাইলে বলতে হবে ‘মারহাবা মারহাবা’।

১০। মেয়েরা বিয়ের আগে চাকরি করতে পারে কিন্তু বিয়ের পর আগের সেই জীবন ভুলে স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত করতে হয়।

১১। রাত জেগে অন্যের সেবা করার জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেছে, এই কাজ পুরুষ করতে গেলে পুরুষের শরীর ভেঙে যায়।

এ তো মাত্র কয়েকটা হলো। কয়টার কথাই আর বলব, বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে এইরকম সব মনি-মুক্তা, শুধু কুড়িয়ে নেওয়ার অপেক্ষা।


সোজা কথায়, এক মুঠো ঢাকাইয়া বাংলা সিনেমার স্ক্রিপ্ট নিন, তারপর তারমধ্যে দুই চা চামচ ইসলাম আর এক চিমটি লুতুপুতু প্রেমালাপ ঢেলে জোরসে ঘুটা দিন। ব্যস, হয়ে গেল ত্রিশ সংস্করণআলা সুপারহিট অপন্যাস, থুক্কু উপন্যাস!!

(শুনলুম এই বইয়ের জন্য নাকি কাসেম কাকা নোবেল পুরষ্কার পেতে যাচ্ছে! সবাই বলুন মারহাবা।)
Profile Image for Nu Jahat Jabin.
149 reviews241 followers
July 4, 2017
ফেসবুকে বিশাল হাইপের কারনে বান্ধবী সাহার এসে বলল, নামা তো ফুটন্ত গোলাপ পড়ে দেখি। অতপর ২ জনে মিলে শুরু করলাম এই জিনিস। ভূমিকা পড়ে ২ জনে গড়াগড়ি দিয়ে হাসতেছি তখন পরিচিত এক মেয়ে এসে জিজ্ঞাসা করল কি নিয়ে হাসি, আমরা ফুটন্ত গোলাপ বলাতে তার কথ, বইটা সবাই যেভাবে বলছে ততখারাপ ও না !! এরপর খনিকক্ষন জ্ঞান বিতরন করল ইসলামের আলোকে লিখিত এই সব বই কত উপকারী , এই রকম মাল মশলা সমৃদ্ধ বই এখনের কেউ লিখে না ব্লা ব্লা ব্লা, উহার আরো কিছু বক্তব্য বুঝিলাম উনি ছাত্রী সংস্থার শিশু। যে যাক গে আমরা ২ জন যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে তার বক্তব্য শুনে পুনরায় বইয়ের প্রতি মনোনিবেশ করলুম এবং ৩ পেজ যাবার পর সাহারা ইস্তেফা দিল, এই বই নাকি তার পক্ষে পড়া সম্ভব না। আমি টেনেটুনে ২০ পেজ গিয়ে বুঝলাম এইটা একটা অনুন্নত! মানের চটি বই, খুশি হবার কিছু নাই চটি পড়ার ইচ্ছা থাকলে প্লিজ গুডরিডসে ঘাটেন ভাল বই পাবেন। আর কারো যদি হালাল উপায়ে প্রেম করার ইচ্ছা থাকে তাহলে আজকেই হাতে তুলে নিল ফুটন্ত গোলাম, ভেসে যান ইসলামের আলোকে প্রেমের দুনিয়াতে!! তারপর ফেসবুক কিংবা বাস্তব দুনিয়াতে এসে সেই জ্ঞান কাজে লাগান।

একটা সময় আমার কাছে খুব আশ্চার্যের বিষয় ছিল ফেসবুক ও বাস্তব দুনিয়া মানুষের কথা বার্তার ধরনে- মেয়ে মানুষ এত এম্বিশন পড়াশুনা দিয়ে কি হবে, স্বামীর খেদমতই জীবন, ব্লা ব্লা ব্লা তথাকথিত শিক্ষিত ভাল পরিবারের থেকে আসা মানুষের বক্তব্য।আর ফেসবুকের কথা ছেড়েই দেই, ভয়ে কোন নিউজের কমেন্ট সেকশনে যাই না। পরে বুঝলাম যেই দেশে ফুটন্ত গোলাপ কোটিতে কোটিতে বিক্রি হয়, যেই দেশে ভার্সিটি পড়ুয়া মেয়ে বলে ইহা উন্নত মানের রচনা সেই দেশে যা হচ্ছে ঠিকই হচ্ছে, আফসোস করে লাভ নাই।
Profile Image for Masud Khan.
87 reviews17 followers
January 16, 2016
দ্যা বয়েলিং রোজ (ফুটন্ত গোলাপ) পড়া শেষ করে বুঝতে পারলাম কেন এইরকম উঁচু দরের বই ৩০ বার রিপ্রিন্ট হয়। রিভিউ লেখার সাধ্য আমার নাই, তবে চুম্বক অংশগুলো তুলে না ধরলেই নয়।

"গান গাওয়া হারাম, তবে উর্দু গজল গাওয়া যেতে পারে।"

"বিয়ের আগে বেগানা পুরুষের সাথে ঘোরাফেরা করা ঠিক না, তবে আপাদমস্তক বোরকা পরে প্রেম করা হালাল।"

"চেয়ার টেবিলে বসে খাওয়া আর চলবে না যেহেতু রাসুলুল্লায় (সঃ) মেঝেতে দস্তরখানা বিছিয়ে খেতেন।" - আচ্ছা গাড়িতে বা ট্রেনে চেপে অফিসে যাওয়া কি ঠিক হবে নাকি কালই একটা উট কিনে ফেলবো?

"আনন্দ প্রকাশের জন্য হাততালি দেয়া মুসলমানদের রীতি না, আনন্দ প্রকাশের জন্য বলতে হবে মারহাবা মারহাবা অথবা সুবহান আল্লাহ।"

"পুরুষদের রাত জেগে কারো সেবা করা ঠিক না, এতে শরীর ভেঙ্গে যায়। এই কাজের জন্য আল্লাহপাক মেয়েদের সৃষ্টি করেছেন।"

"বিয়ের আগে চাকরী করলেও বিয়ের পর মেয়েদের চাকরী করা ইসলাম সম্মত না। বিয়ের পর একমাত্র কাজ স্বামীর সেবা করা।"

"অবিবাহিত অবস্থায় কোন লম্পটের পাল্লায় পড়ে শ্লীলতাহানি হলেও, পরে ওই লম্পটকে খুঁজে স্বামী হিসাবে গ্রহণ করাই মেয়েদের জন্য মঙ্গল।"

আসলে পুরো বইয়ের প্রতিটি বাক্যই শিক্ষণীয়। কপিরাইট আইনের কারণে সব লাইন কোট করতে পারছি না। বইয়ের শেষ নাগাদ সব চরিত্রই লাইনে চলে আসে, এটা দেখে পাঠক পাঠিকারা নিশ্চয়ই আবেগে কেঁদে ফেলেন। এই ধরনের মগার বই অনেক বছর পড়ি নাই। লেখক নাকি আরও ১১০ টা বই লিখেছেন। আল্লাহপাক যেন আমাকে ওনার সবগুলো বই পড়ে লাইনে আসার সুযোগ করে দেন। আমীন!

RIP বাংলাদেশের পাঠক সমাজ।
Profile Image for লোচন.
207 reviews49 followers
February 18, 2021
বই বিক্রির দিক থেকে গত চল্লিশ বছর ধরে শীর্ষ পাঁচের কোনো না কোনো আসন দখল করে থাকা এক জীবন্ত কিংবদন্তীর নাম কাসেম বিন আবুবাকার। ইসলামি সাহিত্যে নব্য জা��রণ নিয়ে আসা এই লেখক পুস্তক লিখেছেন শ'য়ের অধিক; পুস্তক নয়, যেন রৌপ্যমাণিক্যের আধার এগুলি, প্রত্যেকটিই বাংলাদেশের যুবসমাজের নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে অসামান্য ভূমিকা রেখেছে, রাখছে, এবং ভবিষ্যতেও রাখবে ইনশাল্লাহ।

কয়েকদিন আগে তিরিশতম সংস্করণ বের হওয়া 'ফুটন্ত গোলাপ' (প্রথম প্রকাশ: ১৯৭৮) এই বইগুলোর মাঝে জনপ্রিয়তম। জনপ্রিয়তার কারণ বুঝতে মোটেও অপেক্ষা করতে হবে না পাঠককে, কারণ লেখার গতি বুলেট ট্রেনের মতন। প্রথম অনুচ্ছেদেই সিঁড়ির মাথায় ধাক্কা খেয়ে নায়ক-নায়িকার প্রণয় শুরু। পঁচিশ নম্বর লাইনে গিয়ে বইয়ের নেমড্রপ হয় শরীয়ত-অনুমোদিত রূপক ব্যবহারের মাধ্যমে— 'মেয়েটি যেন একটি ফুটন্ত গোলাপ।' তারপর থেকে দুর্দান্ত গতিতে উন্মোচিত হতে থাকে রোমাঞ্চমাখা এক প্রেমের গল্প!

বইয়ের পাতায় পাতায় বাঙালি মুসলিম মূল্যবোধের উপস্থিতি অত্যন্ত প্রশংসাজনক। গরিব ঘরের মেয়ে, ফুটন্ত গোলাপ মিস লাইলী আরজুমান বানু রূপে অনন্যা হওয়া সত্ত্বেও কড়া পর্দা করেন, নামাজ আদায়ে ও সুন্নাহ পালনে বিন্দুমাত্র ছাড় দেন না। কিন্নরি কণ্ঠে উর্দু গজল গাইতে পারেন, সকল প্রকার আউট বই বাদ দিয়ে কেবল বেহেশতি জেওর ও ইসলামি ফাউন্ডেশনের বই পড়তে পছন্দ করেন, বেদ্বীন মানুষের প্রতি করুণা অনুভব করেন। কথায় কথায় হাদিস ও কুরআনের উদ্ধৃতি দেন। হাতের লেখা এত সুন্দর যে দরখাস্ত দেখেই মানুষ তাকে চাকরি দিয়ে দেয়।

তবে তাই বলে লেখক নায়িকাকে আগাগোড়া পারফেক্ট দেখাননি, পাঠিকারা যেন রিলেট করতে পারেন সেজন্যে প্রয়োজনীয় খুঁতও রেখেছেন। নফসের ওয়াসওয়াসায় এই গুণবতী লাইলীও বিভ্রান্ত হন, সেলিমের প্রেমে পড়ে যান। সেলিম, যে বড়লোকের নষ্ট ছেলে, ধর্মের প্রতি উদাসীন, আবার লাইলীর প্রতি হামলাকারী গুন্ডাদের পেটাতে পারদর্শী। বিপথগামী হলেও তার হৃদয় নরম। একজন প্রকৃত পুরুষ।

প্রেমে পড়ে লাইলী ঠিক করেন, তিনি সেলিমকে ভালোবাসা দিয়ে বদলে ফেলবেন। এই কারণে তাকে সামান্য ছিঃমার্কা কিছু কাজ করতে হয়, যেমন নিকাব খুলে চেহারা দেখানো, পরিবারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রেমিকের সাথে গাড়ি করে শহর ঘুরে বেড়ানো, অতর্কিতে হাতে কপালে চুমু, জড়িয়ে ধরাসহ বিভিন্ন চাহিদা পূরণ করা— এসব। এই ঘটনাগুলোর মাধ্যমে লেখক দেখিয়েছেন, বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড রিলেশনে দুইজনের মনের ইচ্ছা সৎ থাকলেও কতটা নাপাকি রয়ে যায়, কি পরিমাণ গুনাহ সংঘটিত হতে পারে।

পাশাপাশি লিঙ্গ ও শ্রেণীবিভেদ নিয়েও লেখকের পর্যবেক্ষণ চমৎকার। বাংলাদেশের তথাকথিত হাই ক্লাস, উবার-রিচ সোসাইটির নারী ও পুরুষগণ যে নোংরামিতে ডুবে আছে— খুল্লামখুল্লা কাপড় পড়া, নারীপুরুষ একসাথে খেতে বসা, ব্যাডমিন্টন খেলা, বাদ্যযন্ত্রসমেত গান গাওয়া, সশব্দে হাসিতামাশা করা— ওসব লাইলীর চোখ দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাই। বর্ণনা পড়লে যে কারুর গা ঘিনঘিন করে উঠবে।

পড়তে পড়তে আসলে নিঃশ্বাস ফেলার জো পাচ্ছিলাম না। একের পর এক টুইস্ট। এই রেইনি ভ্যাকেশনের জন্য দেড়মাস ভার্সিটি বন্ধ থাকে, তো এই দুষ্ট লোকের কানপড়ায় সেলিম-লাইলীর বিয়ে ভেঙে যায়। মাত্র ১৩৭ পৃষ্ঠায় মৃত্যু, ভুল বোঝাবুঝি আর অপেক্ষামাখা আবেগ নিয়ে কি এক বিচিত্র সিম্ফনি রচেছেন কাসেম বিন আবুবাকার, বলতেই হয়, মারহাবা, মারহাবা!

আনন্দের ব্যাপার, দিনশেষে সেলিম লাইলীর প্রেম সফল হয়, বিয়ে হয় অবশেষে। যদি প্রেম সফল না হতো, তাহলে? কি ঘটতে পারত সেটা লেখক দেখিয়েছেন সেলিমের বোন রুবিনাকে দিয়ে। মেয়েটা যিনা করে গর্ভবতী হয়ে সমাজে স্বীকৃতি পায় না আর। সহ্য না করতে পেরে আত্মহত্যা করে তখন। যিনা করলো, সেটা তো মৃত্যুদন্ড পাওয়ার মতন গোমরাহি বটেই, তারপর আবার আত্মহত্যাও করে ফেলল, যার কোন মাফ হয় না। জাহান্নামি হয়ে গেল সরাসরি। বিবাহ বহির্ভূত প্রেম যে ইহকাল পরকাল দুইই নষ্ট করে দেয়, তার চাক্ষুষ প্রমাণ এই রুবিনা।

যদি গল্পটা গুণবতী নারী এবং পাপী পুরুষের প্রেমকাহিনী না হয়ে উলটো হতো? সেটাও লেখক এক্সপ্লোর করেছেন সেলিমের ধার্মিক ছোট ভাই আরিফ এবং লোলুপ ললনা রেহানার সম্পর্কের মাধ্যমে।

অতএব বুঝতেই পারছেন, লেখকের দূরদর্শিতা এবং কাহিনি-উপকাহিনির সুতো সাজানোর মুন্সিয়ানা অতুলনীয়। তার অভিজ্ঞ হাতে ফুটন্ত গোলাপ যেন হয়ে উঠেছে আধুনিক একটি গুলিস্তাঁ, বোস্তাঁ কিংবা শাহনামা। বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ের ধর্মভীরু মানুষের সহজাত দর্শনকে তিনি আপন করে নিয়েছেন, বাকি বুদ্ধিজীবী লেখকদের মত দূরে ঠেলে দেননি। বিভিন্ন লিবারেল প্রপাগান্ডা যেমন: নারীস্বাধীনতা, উভয় লিঙ্গের সম অধিকারের মত কনসেপ্টকে তিনি বাতিল প্রমাণ করেছেন লাইলী চরিত্রের মাধ্যমে, যে স্বামীর খুশির জন্যে বিয়ের পরই চাকরি ছেড়ে দেয়, যে নির্দ্বিধায় সাহসী উচ্চারণে সত্য বলতে পারে— 'আমরা মেয়েরা ছেলেদের চেয়ে একটু ব্যাকওয়ার্ড'।

সব মিলিয়ে বলব, পাঁচ তারা বরঞ্চ কম হয়ে যায় এই উপন্যাসের জন্য। বর্তমানে সোশ্যাল সাইটগুলোর নিরানব্বুই ভাগ বাংলাভাষী সদস্য হচ্ছে ইলম—বিহীন—সুদখোর—বুর্জোয়া—নামেমাত্র—মুসলিম, তারা রিভিউতে বইটাকে 'সস্তা বাংলা চটি' বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে; এক তারা, দুই তারা রেটিং দিয়ে যা-তা অপমান করেছে। পামরের দল! রগরগে সীন কিছু আছে, ‘কাছে এসে আঁকড়ে ধরে নিচের ঠোঁট চুষতে শুরু করলো’ টাইপের লাইনের অস্তিত্ব আমি অস্বীকার করবো না, কিন্তু সেগুলো বাসর রাতের হালাল দৃশ্য কিংবা গল্পের প্রয়োজনে আসা যিনার বর্ণনাদৃশ্য মাত্র। আপনারা অমন দৃশ্যই দেখলেন শুধু, কিন্তু পুরো বই জুড়ে কতশত হাদিস ও শরীয়তের আইনের কথা বলা আছে— ওসব চোখে পড়ল না? সিলেকটিভ বায়াস আর কাকে বলে! ধিক্কার জানাই এই তথাকথিত আধুনিক জেনারেশনকে। আমি জানি না এই নিরীহ বই কেন লিবারেলদের চক্ষুশূল হলো, কেন ঝাঁকে ঝাঁকে এসে তারা ঝাঁপিয়ে পড়েছে নির্লজ্জের মতন, কুরুচিপূর্ণ মন্তব্য করছে। মা'বুদ তাদের বিচার করবেন।

কিন্তু আমি এটুকু জানি যে, আমাদের সংখ্যাও কম নয়, হাজার হাজার সমচিন্তক ভাই আছেন এখানেই, যারা রেটিং দিলে এই বইয়ের গড় কমপক্ষে চার তারায় পৌছে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।

তাই আমি অনুরোধ করবো, আপনারা দলে দলে আসুন। বইটাকে পূর্ণ রেটিং দিয়ে, ভালো রিভিউ দিয়ে ধর্মদ্বেষী লিবারেলদের থোতা মুখ ভোঁতা করে দিন। যাযাকাল্লাহ খাইরান।
Profile Image for Fatema-tuz    Shammi.
126 reviews22 followers
February 21, 2021
এই প্রথম কোনো বইয়ে একতারা দিলাম!
সারাদিন নানা কারণে বোরিং লাগে৷ তাই একটু বিনোদন পাওয়ার আশায় এই বইটা পড়ব স্থির করি(😑)৷ কিন্তু এটা পড়তে গিয়ে আমি নিজেই রিপ হয়ে গেছি(🙂)। বই টা কে রিপ বলতে পারলাম না কারন- অনেক লোকের পছন্দের বই এটা।
সবচেয়ে বাজে বিষয় হলো উনি যেভাবে হালাল প্রেমের আখ্যান রচনা করছেন তাতে ইসলাম ই লোকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।কথায় কথায় ভুল জায়গায় হাদীস কোরআন এর কথা উল্লেখ করে উনি বইটাকে হালাল বানানোর চেষ্টা করেছেন। আর সহজ সরল বাঙালি আবেগে আপ্লুত হয়ে হালাল প্রেমে মজে গেছে(🙂)।আবু বাকার কে শালা বলতে মন চাইতেছে(কিন্তু আমি গালি দেই না🙄)
অনেক কষ্ট করে ৬০ পেজ পর্যন্ত পড়ে নিজের ধৈর্যশক্তির সর্বোচ্চ প্রয়োগ করছি।
আমি আশা করছিলাম বইয়ের মলাটে বোরকা পড়া রমণী শোভা পাবে। তার ব্যতয় কেন হলো কে জানে!
টকটকে লাল ফুটন্ত গোলাপের ন্যায় সুন্দর রমণী লাইলী একদিকে যেমন ধার্মিক অন্যদিকে অসম্ভব জ্ঞাণী। তার জ্ঞানী কথা আর রুপে পাগল হয়ে যাওয়া সেলিম।কথা হলো যেভাবে বোরকা পরা আপাদমস্তক ঢাকা লাইলীর রুপের বর্ননা দিছে সেটা পড়ে বুঝতে পারলাম কেন আজ রাস্তাঘাটে বোরকা পরা মেয়ে গুলা ও নিরাপদ থাকে না। আর সবচেয়ে খারাপ খবর হলো আম্মুর কাছে মজার ছলে এইটা নিয়ে বলতে গিয়ে শুনি এটা আম্মু পড়ছিল আর উনার নাকি অনেক পছন্দের উপন্যাস(আমি আর দুনিয়ায় না)। শেষ খবর পাওয়া পর্যন্ত আমি চরম লেভেলের রিপ হয়ে আছি.....
Profile Image for Rifat.
502 reviews328 followers
March 8, 2021
আমি ইহাকে শেষ করিতে পারিলাম!!
শুরু করিয়াই মনে হইয়াছিল বহুত সবর করিতে হইবে! যাক গে!

শুরুটা ছিলা কল্পনাতীত....
বোরকা পরিহিতা নায়িকা লাইলী হঠাৎই ধাক্কা খায় আধুনিক বড়লোক ছেলে সেলিমের সাথে। কিন্তু চোখাচোখি হতেই তাহারা স্তব্ধ হয়ে যান; তাদের অজান্তেই মন দেয়া নেয়া হয়ে যায়। সেলিম লাইলীর মুখখানা দেখেই বিভোর হয়ে যায়। কিন্তু দু'জন সম্পূর্ণ ভিন্ন প্রান্তের। লাইলী ধর্মপ্রাণ আর সেলিম সেদিকে অমনোযোগী। কিন্তু তাতে কি! লাইলী সেলিমের জন্য পরশ পাথর। বড়ই বিস্ময়কর ব্যাপার স্যাপার!

তারপর যা হওয়ার তাই-ই হলো। বাসায় যাতায়াত, গুন্ডা বদমায়েশদের হাত থেকে নায়িকাকে রক্ষা করা, বিয়ের প্রস্তাব এবং অতঃপর একটি বাংলা সিনেমা শেষ হলো। তবে বাংলা সিনেমা আর এর মধ্যে তফাত হচ্ছে এই বইয়ে অনেক সূরা আর হাদিসের কথাবার্তা আছে।
Seriously!!?

●শুধু তাই না! কিছু ভুলভাল কথাবার্তাকে ইসলামের কথাবার্তা বলে চালিয়ে দেয়া হয়েছে। "স্ত্রীদেরকে তাদের স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে" - এইটা কোথাকার হাদিস😒
এইটা কই আছে!😒
●রাত জেগে সেবা করার জন্য নারীকে সৃষ্টি করা হইছে!!!!!!!!!!!!?😒
●ধর্ম শিক্ষার জন্য বেআইনী ভাবে অন্য দেশে যাওয়া যাবে😒
আরও অনেক কিছু আছে, মনগড়া কথাবার্তাকে ধর্মের কথা বলে চালিয়ে দেয়া। এই সব লেখকদের জন্যই মানুষ ধর্মের দিকে আঙুল তুলে, প্রশ্নবিদ্ধ করে। আবার কিছু মানুষ এগুলোকেই ধর্ম জ্ঞান করে বসে থাকে।

কাসেম বিন আবুবাকারের নাম শুনেছিলাম বেশ আগেই, তবে বই পড়ায় আগ্রহ হয় নি। গুডরিডসে এসেই মোটামুটি ভাল করে জানতে পারি, ইসলামী প্রেমের উপন্যাস ব্লা ব্লা ব্লা। বান্ধবী শাম্মী আর আমি আলোচনা করলাম একবার একটু দেখা লাগে বিষয়টা! যেই বলা সেই কাজ। খুঁজে খুঁজে ডাউনলোড করলাম "ফুটন্ত গোলাপ" এর পিডিএফ। নিজ দায়িত্বে এক দীর্ঘ শিরোনাম দিয়ে বান্ধবী শাম্মীকেও মেইল করে দিলাম। এই বইখানা যে ১ তারা দিয়ে সাজানো, তাও আমার জানা ছিল। যেহেতু ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম হারাম, কিন্তু লেখক কিভাবে ইসলামী প্রেমের উপন্যাস লিখেছেন তা জানার আগ্রহ থেকেই এই বই পড়লাম। অনেক জানলাম! বলার ঢঙ অনেকটা ঐ ফেসবুকের গল্পগুলোর মতো।

ফুটন্ত গোলাপ....Burning Rose: A religious Prem Gatha

তবে বার্নিং রোজ কেন বলেছিলাম তা মনে নেই। তবে অবচেতন মনের খেয়াল হতে পারে। তবে বার্নিং রোজই বটে!
"সোহানা বেগম ভ্যানিটি ব্যাগ খুলে পাঁচভরী ওজনের একটা সোনার হার বার করে লাইলীর গলায় পরিয়ে দিলেন। লাইলীর রূপ ঝলসে উঠল। সবাই নির্বাক হয়ে তাকে দেখতে লাগল।"


মচৎকার!

~৬ মার্চ, ২০২১
Profile Image for Ësrât .
516 reviews85 followers
Read
February 8, 2025
ফুটন্ত গোলাপ পড়িয়া আমার মাথা আপাতত জলন্ত অগ্নিকুণ্ড হয়ে গেছে।

বাংলা সিনেমার লুতুপুতু পেয়ার মহব্বতের সাথে একটু খানি ধর্মীয় অনুভূতি মিলিয়ে মিশিয়ে শরীয়াহ সম্মতি সুকৌশলে পাবার জন্য শাদীতে রূপান্তরিত করার এই নীল নকশার পান্ডুলিপি ভস্মীভূত করার কোনো ক্ষমতা থাকলে আমি এখুনি নিজ দায়িত্বে দেশ ও দশের পাঠক প্রানের স্বস্তির জন্য এই লেখা জলাঞ্জলি দিতে বিন্দুমাত্র বিলম্ব করতাম না।


শাকিব খানের ভাষায় আমি শুধু বলতে চাই;

এন -আফ........

জীবনে আর এত ত্যাল অবশিষ্ট নাই ওকে আমি ভালোবাসা দিয়ে ভালো করে দিবো টাইপ খারাপ ছেলে -অবলা নারীর নকশা দেখার জন্য।


৩০/০৮/২২
Profile Image for ফরহাদ নিলয়.
191 reviews61 followers
January 7, 2016
যখন পড়েছিলাম তখন ব্যাপক লেগেছিল। কিন্তু এখন বুঝতে পারছি কিসব অখাদ্য পড়েছি তখন।
Profile Image for Maysha Rashid.
12 reviews8 followers
November 4, 2025
মাইনাস রেটিং করার অপশন থাকলে খুশি হইতাম
Profile Image for DEHAN.
278 reviews80 followers
July 24, 2018
আমি মুগ্ধ , আমি বিস্মিত ...কি অসাধারন লেখা, কি আদিভৌতিক সংলাপ, কি উচ্চমার্গীয় (অবশ্যই সৃজনশীল) চিন্তাভবানার নায়ক ও নায়িকা সৃষ্টি ...
কি স্যন্দর ফুটন্ত গোলাপ ... লেখক আপনি মহান । আপনি একুশে ফেব্রুয়ারি ।
Profile Image for Joynab Rimu.
76 reviews115 followers
November 26, 2020
দূর্ভাগ্য,এক তারার নিচে কিছু দেয়ার ব্যবস্থা গুডরিডসে নাই 😑
169 reviews62 followers
December 23, 2017
এই বইয়ের প্রতি মানুষের এত ক্রেজের কারণ আমি ফাইনালি বুঝতে পেরেছি। লেখকের দোষ খুঁজব না। প্রবলেমটা পাঠকের। বাঙালি মুসলমান নিজের পরিচয় খুঁজে পায় না। সে আসলে বাঙালি নাকি মুসলিম - পাজলড। যেন দুটো অংশ পরস্পরের বিরোধী। বাংলাদেশি বাঙালি সত্ত্বা দিয়ে তারা বদনাম করবে মুখরা হবে যুক্তি দিয়ে ভাববে না আবার সবকিছু না চাইতেই পেতে চাইবে। প্রেম চাইবে রোমান্স চাইবে। আবার সবকিছুকে ধর্ম দিয়ে বাঁধতে চাইবে। প্রেম হারাম, রোমান্স হারাম। ইসলামী আইনের প্রশংসা, (ইসলামী আইন অবশ্যই প্রশংসাযোগ্য, কিন্তু তা অন্তর দিয়ে বুঝতে হয়, শুধু একটা বলে দিলেই হলো না)। "ফুটন্ত গোলাপ"-এ একসাথে সবগুলোই আছে।
নায়িকা লাইলি আরজুমান্দ বানুর সাথে নায়ক সেলিম সাহেবের ধাক্কা ও বিদ্যুতায়িত হবার মতো ঝাঁকি, এন্টি-নায়িকা (পরে আরেক নায়িকা হিসেব�� আবির্ভূত) রেহানার ভিলেইনিজম তারপর আবার কোমল হয়ে যাওয়া, ভিখারিনী আসমার অবিবাহিত অবস্থায় বেবি হবার পর তাকে সেলিম সাহেবের আধুনিক যোগ্য করে গড়ে তোলার পর মনিরুল সাহেব (যে ছলাকলা করে প্রতারণা করেছিল) পায়ে পড়া তাকে বিয়ে না করলেও তার বাচ্চাকে পরিচয় দিয়ে প্রতিষ্ঠা করার জন্য কান্নাকাটি খুবই দৃষ্টিকটু লেগেছে। মেয়েদের আত্মমর্যাদা থাকা কি কটু বিষয়? ইসলাম তাই বলে? মোটেই না। কিন্তু বাঙালি তাই ভাবে। তাদের কাছে এটাই তাদের ফতোয়া দেয়া তথাকথিত ইসলাম। লাইলি বানুর আত্মমর্যাদা থাকবে, আসমার থাকবে না - মিলল না।
রুবিনাকে তো মেরেই ��েললেন লেখক। আসমার বেবি হয়েছে স্বামী ছাড়া, সে গ্রামের মেয়ে তারই তো বেশি অসম্মান হবার কথা, রুবিনা ধনী ঘরের মেয়ে, সে অনায়াসে বেবি নিয়ে মহিমের বিরুদ্ধে লড়তে পারত। কিন্তু লেখক তা করালেন না। রুবিনা মুখ দেখাতে পারবে না বলে গলায় ফাঁস পড়িয়ে দিলেন। বাঙালি মুসলমান তাই চায়। তারা কারো পেট বাঁধাচ্ছে কিনা তা শুধরানোর বিষয় না, তারা বাহিরে গিয়ে কারো শয্যাসহচরী হচ্ছেন কিনা তাও শুধরানোর জিনিস নয়, অন্যে করেছে সেটাই কথা। তাই রুবিনাকে লেখক মেরে ফেললেন।
দারোগাও আবার পোস্টমর্টেম ছাড়া জাস্ট সুইসাইড নোটে বিশ্বাস করে লাশ দাফন করে ফেলতে বললেন। কেন বাবা, এটা হোমিসাইড না কিভাবে বুঝলেন! বোঝার দরকার নাই, বাঙালি তাই চায়।
সেলিম সাহেবের মা'র যাচাই না করার ভুলে লাইলি বানু চাকরু নিলেন, সবাই জানতে চাইল বাসায় না থেকে চাকরি কেন করতে চাইছেন। লাইলি বানু কঠিন পর্দা মেইনটেইন করে চাকরি কেন করতে পারবে না বলুন তো? ইসলাম বলেছে যে পর্দা করেও নারী কাজে বের হতে পারবে না বা নারী শুধু ঘরেই থাকবে? উহু, ইসলাম এমন বলে না। এরকম বলে বাঙালি মুসলিম।
উপন্যাসের কাতারে পড়ে না। তবুও উপন্যাস, আর এত কাটতির কারণ এগুলোই।

কোনকিছুই ১০০% ভালো বা খারাপ হয় না। আমার ভালো লেগেছে যে এখানে সরাসরি শাব্দিকভাবে যৌনতা দেখায়নি। কেউ ভাবগতভাবে সুড়সুড়ি পেলে আমার কিছু করার নাই। :)
Profile Image for Rumana Nasrin.
159 reviews7 followers
December 6, 2015
ফোর/ফাইভে পড়ার সময় মামাতো বোনের কাছে পেয়ে পড়েছিলাম! তখনই ভালো লাগেনি! :/
Profile Image for Farsim Ahmed.
31 reviews4 followers
January 18, 2018
এতোটাই রদ্দি মাল যে বিদ্রুপাত্মক রিভিউও লেখার আগ্রহ পাচ্ছি না। যতটা সম্ভব দূরে থাকাই শ্রেয়।
Profile Image for Joy OKIMURO.
46 reviews6 followers
April 28, 2017
বইটি উচু মানের কোন সাহিত্য নয়। আমার ভাললাগা কিংবা পছন্দের সাথে কোনভাবেই এটি যায় না। তারপরও আমি এই বইটিকে ৫/৫ দেব। কারন: কাসেম বিন আবু বাকার লেখক হিসেবে যেমনই হোন না কেন, তার লেখনীর উদ্দেশ্য ছিল মহৎ, তিনি সমাজে সুস্থ একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন এবং এই কাজে তিনি অত্যন্ত সফল। সত্যি বলতে কি, বাঘা বাঘা বামপন্থী সাহিত্যিকদের চেয়ে এরকম একজন আবু বাকার আমাদের সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন। অতএব, লেখক আবু বাকারকে আমি অভিনন্দন জানাই। তিনি সফল, তার লেখনী সফল। তিনি আমার-আপনার পছন্দের সাহিত্যিক না হতে পারেন, কিন্তু তিনি গ্রাম-বাংলার সাধারন মানুষের অত্যন্ত প্রিয় একজন লেখক। অতএব, তাকে তার প্রাপ্ত সম্মান দিতে আমাদের কুণ্ঠিত হওয়া উচিৎ নয়।
Profile Image for Forhad Juwain Sumon.
75 reviews3 followers
May 22, 2021
"এর পরের সিনেই আমরা দেখতে পাই লাইলীকে কিছু গুণ্ডা তাদের জীপে তুলে ফেলে।"

"প্যাকেট ছাড়া লজেন্স অথবা পাহারাদার ছাড়া তেঁতুল গাছ অথবা সিন্দুক ছাড়া গয়না ফেলে রাখলে কি হতে পারে সেটা আমরা সবাই জানি।"



দেশে নাস্তিকদের যে দাপদাপি শুরু হয়েছে তাতে আমার খুব ভয় যে তারা যেকোন মূহুর্তে পরহেজগার লেখক আবুবাকারের উপর ইহুদী নাছারাদের আবিষ্কৃত কোন অস্ত্র দিয়ে আঘাত করে বসতে পারে। তাই অচিরেই ‘মহান লেখক আবুবাকার রক্ষা পরিষদ’ গড়ে তুলতে হবে। সেই সাথে সরকারের মধ্যে লুকিয়ে থাকা আস্তিক রক্ষা সৈনিকদের জানিয়ে দিতে হবে তারা যেন তাদের প্রভাব খাটিয়ে দেশের এমন একজন সহিহ লেখকের জন্য নিরাপত্তা বিধান করেন।
Profile Image for Neela.
83 reviews57 followers
June 26, 2016
কোন এককালে এই বইও আমি পড়েছি ভাবতেই অবাক লাগছে। শুধু এটাই না এই ভদ্রলোকের আর কয়েকটা বই পড়েছিলাম!
2 reviews
March 27, 2018
বাংলা সাহিত্য বরপুত্র কাশেম দাদুর বইটি পড়ব
Profile Image for Aurora.
98 reviews36 followers
Read
June 7, 2018
😂😂😂
Profile Image for Maliha Tabassum Arna.
186 reviews48 followers
March 16, 2021
নিজেকে এই মুহূর্তে রীতিমত পৃথিবীর সবচেয়ে ধৈর্য্যশীল মানুষ মনে হচ্ছে । আগে থেকে রিভিউ পড়েও কীভবে এই অখাদ্য-কুখাদ্য গিলেছি নিজেও জানি না। জঘন্য ,ফাল্তু, বিশ্রী,অসহ্যকর -একটা বই ।মানুষ কি পাগল হয়ে গেল ? নইলে এত নিন্মমানের লেখা লেখেও কিভাবে , আর এটাকে এই মারাত্মক লেভেলের বেস্টসেলারও বানায় কিভাবে !!!!!
রিভিউ পড়ার পরও এটা পড়ার মতো ভুল কেউ করবেন না । পরে দেখা যাবে মাথার চুল গুল কোথায় উধাও হয়ে গেছে । :{
31 reviews
November 21, 2022
অখাদ্য,
দুঃখিত কাশেম সাহেব। আপনাকে লালসালুর মজিদের মত ধর্মব্যবসায়ী বলতে বাধ্য হলাম। অন্তরে থাকার মত পবিত্র জিনিসকে ছানাছানি করে ল্যাজে গোবরে করে ফেলেছেন। কেন করেছেন? ইসলামকে পুজি করে লিখে বঙ্গদেশের গ্রামাঞ্চলের এক শ্রেনীর অর্ধশিক্ষিত মানুষের মধ্যমনি হবার জন্য?
122 reviews10 followers
September 30, 2017
ironically enjoyed it a lot. giving it a 1 extra star because it was fun to enjoy this bullshit.
Profile Image for Zubair.
5 reviews1 follower
Read
July 29, 2019
Full of ill metaphors and spelling mistakes. Should be zero star.
Profile Image for Escapee.
49 reviews4 followers
September 6, 2024
একটুর জন্য স��হিত্যে নোবেল মিস হওয়া বইটার কথা আজ হঠাৎ মনে পড়ে গেল একটা কারণে। সেই ২০১৬ কী ১৭ তে পড়েছিলাম।
যাই হোক, এই মহান বইয়ের রিভিউ দেয়া আমার মত ক্ষুদ্র, তাও আবার মহিলা মানুষের সাজে না 🙏🙏🙏
Displaying 1 - 30 of 42 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.