ছিল র্যাঞ্চার , কিন্তু ঠেকায় পড়ে মার্শাল বনে গেছে ডীন ফস্টার ।কেউ নেই বলে টাউন কাউন্সিল গছিয়ে দিয়েছে চাকুরিটা , কথা ছিল যোগ্য কাউকে পেলে তার হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে পারবে ।শান্তিপুর্ণ উইল সিটিতে সত্যিকার কোন গন্ডগল বা ঝামেলা হয়নি কখনো ।ভালই চলছিল সবকিছু ।কিন্তু হঠাৎ একদিন খুন হয়ে গেল এক আগুন্তুক । খোজ নিয়ে জানা গেল লোকটা একটা ওসমান ।ওরিন ওসমানের ভাই ।বিস্ময় সামলানোর আগেই খুন হতে লাগল একের পড় এক ।ধন্দে পড়ে গেল ডীন ।খুনিকে খুজে বের করবে নাকি পালিয়ে যাবে...জানে যে যেখানেই থাকুক খুনের খবর পেয়ে নির্ঘাত ছুটে আসবে সব ওসমান ।রক্তের ডাকে সাড়া দিতে কখনো ভুল করে না ওরা ।শহরে এসে খুনিকে না পেয়ে তুলকালাম কান্ড বাধিয়ে দেবে । ঠেকানোর একটাই উপায়ঃ যেভাবে হক খুনের কিনারা করতে হবে এবং জলদি ।