বিদ্যুৎ বা সৌরশক্তির চেয়েও বহুগুণ কার্যকর এক শক্তি... ছড়িয়ে আছে আমাদের চারপাশে, চোখে দেখা যায় না। প্রায় সোয়াশো বছর আগে সেই শক্তিকে কবজা করতে চেয়েছিল কিছু মানুষ, কিন্তু ব্যর্থ হয়েছিল। তার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল গোটা একটি নগরী। অবশেষে সে-কাজে সফল হয়েছে এক আধুনিক উন্মাদ। ভয়ঙ্কর এক মারণাস্ত্র বানিয়ে বসেছে সে, হুমকি দিচ্ছে পুরো পৃথিবী ধ্বংস করে দেবার। পাঠক, বিশ্বাস করবেন কি না জানি না, এই উন্মাদের নাম কবির চৌধুরী! হ্যাঁ, মৃত্যুকে ফাঁকি দিয়ে আবারও ফিরে এসেছে পাগল বৈজ্ঞানিক, মেতে উঠেছে তার পুরনো খেলায়। অবধারিতভাবেই তাই ডাক পড়ল রানার। বেধে গেল যুদ্ধ।