রূপকথার গল্পের মতো কোনো কল্পনার জগতে যাবার প্রয়োজন নেই, একা হলে অথবা ঘরের বাতি নেভালেই ভূত এফএম-এ শোনা গল্পগুলো মাথায় এসে ভর করে।
তখন আর রক্ষা নেই। ভয় আপনাকে পেতেই হবে। বইয়ের পাতায় ছাপা কল্পনা থেকে লেখা গল্পের সাথে এই গল্পের দূরত্ব অনেক। এখানে সব গল্পই নিজের অথবা কাছের মানুষের। প্রতিটি গল্পকার আমাদেরই লোক।