সংবাদপত্রের বাঁধাধরা কাজের বাইরে গিয়ে একসময় নিজের খেয়ালেই চেনাজানা লোকেদের ক্যারিকেচার করতে শুরু করেন। এরপর বেছে বেছে আঁকতে থাকেন বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির ব্যঙ্গচিত্র। আঁকা ছবির পাশে পেতেন তাঁদের স্বাক্ষর। কখনো চটজলদি মন্তব্য, ছোটোখাটো আঁকিবুঁকি। ক্যারিকেচার করার জন্যে চলে যেতেন তাঁদের বাড়ি কিংবা হাজির হতেন কোনো অনুষ্ঠানে। আঁকার পাশাপাশি কিছুটা আলাপচারিতাও হত। সবই ছিল সামনে দেখে করা লাইভ স্কেচ, যা ফুটে উঠত একটি বিশেষ খাতার পাতায়। এইভাবে সেই খাতায় একে একে ধরা দিয়েছিলেন চিত্রপরিচালক মৃণাল সেন থেকে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস। তা ছাড়া সত্যজিৎ রায় বা মেরিলিন মনরোর মতো অনেক আগে পৃথিবী ছেড়ে চলে যাওয়া কিংবদন্তিদের ক্যারিকেচারও করেছেন নানা রেফারেন্সের সাহায্য নিয়ে। একটানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই কাজে মেতে ছিলেন বলে ধীরে ধীরে গড়ে উঠেছিল ক্যারিকেচারের এক বর্ণাঢ্য সংগ্রহ। এই বইটিতে ধরে রাখা আছে তারই একটি বাছাই করা অংশ। সঙ্গে রয়েছে ক্যারিকেচারে ধরা প্রতিটি ব্যক্তিত্বকে নিয়ে শিল্পীর সংক্ষিপ্ত স্মৃতিলেখা। আরো রয়েছে ক্যারিকেচার নিয়ে তাঁর একটি অপ্রকাশিত এবং গুরুত্বপূর্ণ নিবন্ধ। দেবাশীষ দেবের মতো কোনো অনন্য চিত্রকরের হাতে-আঁকা ক্যারিকেচার এবং সেগুলির উৎস-স্মৃতি নিয়ে বাংলায় এর আগে কোনো গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে আমাদের জানা নেই। সেদিক থেকে এই বইটি নিঃসন্দেহে ব্যতিক্রমী।