“অনভ্যস্ত গল্পের নায়িকা” বইটির ফ্ল্যাপের কথাঃ যে গল্পগুলাে বলা হয়ে ওঠেনি এ তল্লাটের মেয়েদের, বলতে অভ্যস্ত নয় তারা এখানে সে গল্পগুলাে আছে। যে গল্প শুনে অভ্যস্ত নই মেয়েদের মুখ থেকে আমরা, এখানে সে গল্প লেখা হয়েছে। লেখা হয়েছে হাজার বছরের অনভ্যস্ত গল্পের নায়িকাদের কথা। অনভ্যস্ত গল্পের জগতে আপনাদের স্বাগতম।