মঞ্জিল সেন-এর হাত ধরেই গত শতকের শেষের দিকে বাংলা সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেন রহস্যভেদী ব্যারিস্টার সদাশিব মিত্র । সেই সদাশিব মিত্রকে নিয়ে লেখা বারোটি হারিয়ে যাওয়া কাহিনি ‘বুক ফার্ম’-এর হাত ধরে প্রায় দু-দশক পর পুনঃপ্রকাশিত হল।
‘রহস্য-রোমাঞ্চ’ সাহিত্যের জগতে মঞ্জিল সেন এক কিংবদন্তি নাম। এঁর হাত ধরেই গত শতকের শেষের দিকে বাংলা সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেন রহস্যভেদী ব্যারিস্টার সদাশিব মিত্র। তুখোড় ক্রিমিনাল ব্যারিস্টার সদাশিব মিত্র অবসর নেওয়ার পর নানান অপরাধমূলক ঘটনার তদন্তের সঙ্গে জড়িয়ে পড়তেন ও শেষপর্যন্ত সেগুলির সমাধান করতেন। সঙ্গে থাকতেন গোয়েন্দা পুলিশের ইনস্পেকটর সমর গুহ। মূলত সমর গুহ-ই কোনো কেসের কূলকিনারা করতে না পারলে তাঁর কাছে ছুটে আসতেন! অবসর সময়ে সদাশিব ডুবে থাকতেন তাঁর বাসাতেই স্থিত লাইব্রেরি-ঘরের নানান গ্রন্থে। অগাধ তাঁর পাণ্ডিত্য; মানুষের মনস্তত্ব বোঝার ক্ষমতা তাঁর অসাধারণ! কেস যতই জটিল হত, ততই তীক্ষ্ণ হয়ে উঠত তাঁর যুক্তি-তর্কের বিস্তার!
সেই সদাশিব মিত্রকে নিয়ে লেখা বারোটি হারিয়ে যাওয়া কাহিনি ‘বুক ফার্ম’-এর হাত ধরে প্রায় দু-দশক পর পুনঃপ্রকাশিত হল।