ভূতের নাম আক্কুশ। বয়সটা বেশি নয়, বোধবুদ্ধিও কম। অল্প বয়সে পানিতে ডুবে মরে ভূত হয়েছে। গল্পে তিন প্রজাতির ভূত আছে; বুড়ো ভূত, জোয়ান ভূত ও পুঁচকে ভূত। আক্কুশ হলো পুঁচকে হাদারাম এক ভূত। সারাদিন মানুষদের দেখে, তাদের ভয় দেখিয়ে সে মজা পায়। বুড়ি, চোর, পুলিশ কেউ নিস্তার পায় না আক্কুশের হাত থেকে। আক্কুশ যখন মানুষের মতো মাতৃস্নেহ খুঁজতে শুরু করে, তখন বাঁধে বিপত্তি। শৈলেন ঘোষের শিশুতোষ উপন্যাসের বৈচিত্র্যময়তা দেখে দিন দিন অবাক হচ্ছি। উনার গল্প, উপন্যাস আরো পড়তে হবে।