শ্রেষ্ঠ গল্পের সংকলনই বটে। মোট ১৪টি গল্প। দুর্বল নয় একটি গল্পও। চুড়ি, অন্তহীন যাত্রা, ইমান আলীর মৃত্যু, আমাদের বিষবৃক্ষ, ভালো মন্দের টাকা—এ গল্পগুলো অসামান্য। ‘ভালো মন্দের টাকা’র রহীমদাদ এক বিরল সাহিত্যচরিত্র। রাহাত খানের নিয়ন্ত্রিত আবেগ, সুদৃঢ় বর্ণনা এবং আকর্ষণীয় গদ্যভাষা গল্পগুলোকে অধিক শক্তি দান করেছে। বইটির মুখবন্ধ আহমাদ মোস্তফা কামালের। যেখানে লেখক ও গ্রন্থভুক্ত গল্পগুলো নিয়ে দারুণ আলোচনা করেছেন আ. মো. কা.। ‘যেন এক নিঃসঙ্গ চিত্রকর নির্জনে এঁকে চলেছেন সমকাল ও পরিপার্শ্বের নিখুঁত চিত্র’— রাহাত খান সম্পর্কে বলা তাঁর এ কথাটির সঙ্গে পুরোপুরি একমত।