ভয় মানে কি শুধুই ভূত বা অশরীরী? অলৌকিক ভয়ের পাশাপাশি মানুষের মনের গোপন গলির ফাঁকে লুকিয়ে থাকে চাপা অন্ধকার। সেই অন্ধকারের গহীন সমুদ্রের ভয় সহজে এড়ানো যায় না। সে দু’হাত দিয়ে পিষে ফেলে স্বাভাবিক বোধবুদ্ধি আর বিশ্বাসকে। মানুষের সেই পাশবিকতা, লোভ, হিংসে, কামনা, অপরাধ, প্রতিশোধ, জটিল মনস্তত্ত্ব নিয়েই এই সংকলনের ১৬টি প্রাপ্তবয়স্ক হাড়হিম করা কাহিনি। এখানে যেমন আছে অলৌকিকতার মায়াজাল, অশরীরীর ফিসফিসানি, তেমনি আছে মানুষের অন্তর্জগতের অমানিশাও। যা পড়লে কখনও শিউরে উঠতে হয়, কখনও-বা গা ছমছম করে ওঠে।
তাঁর জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি অর্জনের পরে তিনি রাজ্য সরকারের অধীনে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দুই-দশকের লেখক-জীবনে তিনি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-সাহিত্য, উভয় ধারাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি যখন গল্প-উপন্যাস লেখেন, তখন ঘটনার বিবরণের চেয়ে বেশি প্রাধান্য দেন মানব-মনের আলোছায়াকে তুলে আনার বিষয়ে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁর বহু কাহিনি রেডিও-স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান।