…এই বিরোধ বাস্তব এবং গভীর। প্রকৃতি যেন আমাদের সাথে সেই বৃদ্ধ জ্ঞানী রাব্বির মতো আচরণ করছে, যাঁর কাছে একবার দুজন লোক এক বিবাদ নিয়ে গিয়েছিল। প্রথম ব্যক্তির অভিযোগ শোনার পর রাব্বি বললেন, ‘তুমি সঠিক।’ দ্বিতীয় ব্যক্তি যখন তাঁর পক্ষ তুলে ধরলেন, রাব্বি তাঁকেও বললেন, ‘তুমিও সঠিক।’ পাশের ঘর থেকে রাব্বির স্ত্রী তখন চেঁচিয়ে বললেন, ‘কিন্তু তারা দুজন তো একসাথে সঠিক হতে পারে না!’ রাব্বি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন, তারপর মাথা নেড়ে মেনে নিলেন, ‘তুমিও সঠিক।'