What do you think?
Rate this book


448 pages, Hardcover
First published February 1, 2015
লিসেন। আই ডোন্ট গিভ আ ড্যাম এবাউট শেখ মুজিব, রক্তলাল চোখে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন ভূট্টো।ছোটখাটো গড়নের নির্মোহ নটোরিয়াস ভদ্রলোকটির কথা জানা ছিলো সামান্যই। ব্যক্তি তাজউদ্দীনকে যতোটা জানায় এই বই, মাথা নত হয়ে আসে। (অবশ্য উপন্যাসের একদম শেষটায় অংশে লেখক এবং তাজউদ্দীন কন্যার পাঠচক্রের দৃশ্যপটটি মনে হয়েছে নিছক বাহুল্য। একতারা কেটে রাখা সেই বিরক্তি থেকেই।)
‘ইমোশনাল এপ্রোচে তাকে দমিয়ে ফেলা যায়।
বাট... দ্যাট লিটল ম্যান বিহাইন্ড হিম, দ্যাট লিটল নটোরিয়াস ম্যান, ফাইল হাতের ওই তাজউদ্দীন- তাকে আটকানো বড় শক্ত।
দিস গাই ইজ ভেরী থরো। দিস তাজউদ্দীন, আই টেল ইউ, উইল বিকাম ইউর মেইন প্রবলেম!
"আসুন আমরা এমনভাবে কাজ করি, যেন পরবর্তীতে যখন ঐতিহাসিকরা ইতিহাস রচনা করবেন তখন আমাকে খুঁজে পেতে কষ্ট হয়।"
আপনাকে ভালোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে কি?