কাউন্টিতে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর খুনী। কেউ চেনে না। সবাই ভাবছে একজন। কিন্তু আসলেই কি তাই? সূত্র নেই কোনও। ধরতে হবে খুনীকে। সাতজনকে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যেই আছে খুনী, কিন্তু কি করে চেনা যাবে? তদন্ত শুরু করল ডেপুটি শেরিফ। পিতৃহত্যার প্রতিশোধ নিতে অস্থায়ী ডেপুটির চাকরি নিল অ্যাডাম বেঞ্চলি। চাচা-চাচীর খুনীকে খুঁজছে আরেকজন। ওরা সবাই কি একই লোককে খুঁজছে, নাকি ভুল হলো কোনও?
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।