দায়িত্ব পালনে ব্যর্থ হলো রক বেনন। খুন হলো মিড বাসটিয়ান, এক লক্ষ ডলার গায়েব। প্রায়ই চুরি হচ্ছে হিলা ভ্যালির গরু। খুনী সন্দেহে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা শুরু হলো। কে মেরেছে বাসটিয়ানকে? কার কাছে চুরি যাওয়া এক লক্ষ ডলার? শেষ পর্যন্ত সব রহস্যের বেড়াজাল বেনন ছিন্ন করতে পারল কি?
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।
হিলা ভ্যালির র্যাঞ্চগুলো থেকে শয়ে শয়ে গরু চুরি হচ্ছে। চুরি না বলে বলা উচিৎ উধাও হয়ে যাচ্ছে। কারণ চুরি যাওয়ার গরুর কোনো ট্র্যাক পাওয়া যাচ্ছেনা। এই ঘটনাটা র্যাঞ্চ মালিকদের পরস্পরের প্রতি অবিশ্বাস বাডাচ্ছে। অবিশ্বাস যেকোনো সময় র্যাঞ্চওয়্যারে গড়াতে পারে। পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য পিঙ্কারটন্স ন্যাশনাল ডিটেকটিভ এজেন্সি থেকে রক বেননকে দায়িত্ব দেওয়া হলো।
সমাধান দূরে থাক,শহরে পৌঁছানোর কয়েকদিনের মাথায় একটা খুনের দায়ে অভিযুক্ত হলো বেনন। চুরি গেলো এক লক্ষ ডলার। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে খুঁজে বের করতে হবে আসল খুনিকে। হদিস পেতে হবে খোয়া যাওয়া টাকার। কিন্তু চারদিকে খুনী,বদমাশ,আউট ল-দের রাজত্বে কাকে সন্দেহ করবে সে? ওদিকে গরু চুরির ঘটনাটা কোনোভাবেই থামানো যাচ্ছেনা।
তদন্তে নামতেই অ্যামবুশের শিকার হলো বেনন। দুদিক থেকে মৃত্যুর সমন নিয়ে ছুটে আসছে একের পর উত্তপ্ত বুলেট। উন্মুক্ত প্রান্তরে বেননের ভবলীলা সাঙ্গ হওয়ার অপেক্ষা মাত্র। তবে কী ব্যর্থ হবে সে? উত্তপ্ত সীসা এসে চুকিয়ে দিবে জীবনের সব হিসেবনিকেশ?
উত্তর খুঁজতে বেননের সাথে চলে গিয়েছিলাম বুনো ট্রেইলে। আমার চারদিকে তখন লম্বা ঘাসে ভরা ঢেউ খেলানো উর্বর জমি। কার্পেটের মতো বিছিয়ে রয়েছে ঘাস – মাইলের পর মাইল। আকাশের মেঘ এসে দূরের পাহাড়ের চুড়ো ঢেকে দিয়েছে। পাহাড়ী বাতাসে পাইনের সুগন্ধ আর শীতল একটা আমেজ। পাহাড়ের পাথরে রামধনুর সাত রঙের খেলা। লাল, বেগুনি, হলুদ, সোনালী, সবুজ, সাদা - কি রং নেই। সূর্যের আলো যেসব পাথরে পড়েছে ওগুলোকে দেখাচ্ছে রূপার মতো জ্বলজ্বলে। আমিই তখন রক বেনন কিংবা রক বেনন আসলে আমারই অন্য রুপ।
লেখক কাজী মায়মুর হোসেনকে তার জাদুকরী বর্ণনার জন্য কুর্নিশ জানাতে হয়। চূড়ান্ত অ্যাকশনের পাশাপাশি প্রকৃতির মায়াবী বর্ণনা কি যে শান্তি দিচ্ছিল তা বলে বোঝানো যাবেনা। যারা বুনো পশ্চিম পছন্দ করেন, যারা পছন্দ করেন অ্যাকশন, যারা পছন্দ করেন জমজমাট গল্প তারা নির্দ্বিধায় হাতে তুলে নিতে পারেন ‘সীমান্তে সাবধান’। প্রকৃতির অকৃপণ হাতে ঢেলে দেওয়া সৌন্দর্যে ছাওয়া ‘বুনো নরকে’ আপনাকে স্বাগতম।