এই শীর্ণকায় বইটিতে মোট তিনটি রহস্য গল্প আছে। তারা হল~ ১. সকলি গরলি ভেল: দুই বোন অদিতি (দৈ) ও আত্রেয়ী (চিনি)-র রহস্যভেদী জুটির সঙ্গে আমাদের পরিচয় হয় এই গল্পের মাধ্যমে। মনস্তত্ত্ব-নির্ভর এই গল্পের কাঠামোতে শরদিন্দুর 'অর্থমনর্থম'-এর ছায়াপাত স্পষ্ট। ২. অন্য আমি: এই সিরিজটির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয় এই গল্পটির মধ্য দিয়েই— যা অধুনালুপ্ত একটি সংকলনে পড়ার সুযোগ হয়েছিল। অত্যন্ত ব্যতিক্রমী বিষয়ের পাশাপাশি মনস্তত্ত্ব এতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ৩. মৃত্যু যখন চকিতে আসে: এই গল্পটিও সম্পাদিত আকারে 'বৃশ্চিক'-এ পূর্ব-প্রকাশিত হওয়ার সুবাদে আমার অত্যন্ত পরিচিত। মানবমন এবং সম্পর্কের আলো-আঁধারি এতেও ভারি সুন্দর অথচ নির্মমভাবে ফুটেছে। গল্পগুলোর রহস্যভেদে পাঠক হয়তো আগে থেকেই সফল হবেন। তবে দই ও চিনির চরিত্রদুটি একেবারেই অন্যরকম। সর্বোপরি, এই গল্পগুলোর মধ্য দিয়ে মনস্তত্ত্ব এবং তুলনামূলকভাবে অনালোচিত কিছু দিক যেভাবে রহস্যকাহিনির কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, তা আদ্যন্ত ব্যতিক্রমী। লেখনীও নির্ভার ও গতিশীল হওয়ার সুবাদে গভীর অন্ধকার বিষয়গুলোও সুন্দরভাবে ফুটে ওঠে চোখের সামনে। বইটির আকার অনুপাতে মূল্য অত্যধিক। ভেতরে অলংকরণ না থাকলেও প্রচ্ছদের কাঁচা হাতের এ.আই-জেনারেটেড ছবিটি অত্যন্ত বেমামান ও খেলো দেখিয়েছে। লে-আউট ও বানান নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই। অন্যরকম রহস্য গল্প পড়তে চাইলে এই বইটি পড়াই যায়।