শক্ত মলাটে, বেশ কিছু সাদা-কালো অলংকরণে শোভিত এই সংকলনে কমলকৃষ্ণ পোদ্দার (যাকে অন্তত পেশাগত বৈচিত্র্যের নিরিখে তারিণীখুড়োর উত্তরসূরি বলা যায় স্বচ্ছন্দেই) দেখা দিয়েছেন সাতটি গল্পে। সেই গল্পগুলো হল~ ১. দূরদ্বীপবাসিনী; ২. মায়া মার্জার; ৩. মৃত্যুমালা; ৪. ডেও-রানি; ৫. অকাল জ্যোৎস্না; ৬. তেত্রিশ নম্বর ঘরে কী আছে? ৭. ক্ষত বুম বোসের লেখা এর আগের গল্প-সংকলনটি আমার তরফে ভূয়সী প্রশংসা আদায় করেছিল। দুঃখের বিষয়, এই সংকলনটি ততটাই হতাশ করল। গল্পগুলো অত্যধিক মাত্রায় বিদেশি ধাঁচের দ্বারা প্রভাবিত। লেখকের আগের গল্পগুলোতে হাল্কা রোমান্স ও নমনীয়তা বাকি অন্ধকার আবহে যে ব্যতিক্রমী স্বাদটি এনেছিল, এই গল্পগুলোতে তা পাইনি। বরং নিকষ-কালো হিংস্রতা আর কখনও মনোবৈজ্ঞানিক, কখনও কল্পবৈজ্ঞানিক ভুলভাল ফান্ডা মিলে গল্পগুলো পড়ার অভিজ্ঞতা রীতিমতো বেদনাঘন করে তুলেছে। নাহ্, লেখক অত্যন্ত সম্ভাবনাময় হলেও তার পরবর্তী সংকলনটি কেনার আগে পারলে স্টলেই দাঁড়িয়ে পড়ে নিতে হবে। নইলে আবার এই...