মানুষের জীবনের পথে-ঘাটে ছড়িয়ে থাকে সম্পর্ক আর শিক্ষার নীরব গল্প। সেই সকল কঠিন গল্প সহজভাবে এই বইয়ের মধ্যে ধরা দিয়েছে কোমল কাব্যিকতায়। যেন সকালবেলার শিশিরভেজা পাতায় জীবনের ছোট-বড় সত্যিগুলো ঝিলমিল করে জ্বলে ওঠে। প্রতিটি গল্প মানসিক বোঝাপড়ার নতুন দরজা খুলে দেয়। শেখায় স্নেহ, বন্ধুত্ব, আত্মপ্রেম, সংবেদনশীলতা এবং মমতার সূক্ষ্ম ভাষা। শিশুর মন যেমন নদীর মতো সহজে গ্রহণ করে নতুন প্রবাহ, আশা করা যায় তেমনভাবে এই গল্পগুলো পাঠকমনে বুনে দেবে মানবিকতার শান্ত সুর। পাঠকের অন্তরে আলো ছড়াতে এই বই হয়ে উঠুক স্বস্তির বাহক, উষ্ণ সহচর।