ছোট্ট এই বইটিতে ন'টি ছোটো ও বড়ো গল্প আছে। গল্পগুলো হল~ ১. বিচ্ছিন্ন; ২. দরজাটা খোঁজো; ৩. সময়যাত্রী; ৪. গোধূলি-নীল; ৫. সুপারস্টার; ৬. আবির্ভাব; ৭. নিশ্বাস; ৮. অনুশোচনা শূন্য শতাংশ; ৯. বাৎসরিক শ্বাস উৎসব। গল্পগুলোতে কল্পবিজ্ঞানের মোড়কে অস্তিত্ব-অনস্তিত্ব, একাকিত্ব, রাষ্ট্র ও সমাজ বা অভ্যাসের দ্বারা আরোপিত ব্যবস্থার সঙ্গে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার সংঘাতকে নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এদের মধ্যে সেরা এবং সবচেয়ে প্রাসঙ্গিক গল্প নিঃসন্দেহে 'অনুশোচনা শূন্য শতাংশ'— যাকে অনায়াসে 'ব্ল্যাক মিরর'-এর একটি এপিসোডে রূপান্তরিত করা চলে। অন্য গল্পগুলোতে প্লট-টট বলে বিশেষ কিছু নেই। কেন্দ্রীয় চরিত্র বা চরিত্রদের চিন্তন-মন্থন-অনুশোচনা-আক্ষেপের মন্থর চলনই উপজীব্য। অনুবাদ... আমার ভালো লাগেনি। মূল ফার্সি গল্পের আমির সেফারাম-কৃত ইংরেজি অনুবাদের প্রতি বিশ্বস্ত থাকার জন্যই হয়তো লেখাগুলো এমন চেহারা নিয়েছে। বানান বা ছাপা নিয়ে এমনিতে চাপ নেই; তবে বেশ কয়েকবার 'অব্দি'-র মুখোমুখি হয়ে ধাক্কা খেয়েছি। এই বইয়ের সম্পদ হল এর মাহুর পোরমাডিম-কৃত অলংকরণগুলো। পৌষালী পালের করা প্রচ্ছদটিও বইয়ের সামগ্রিক থিমটিকে সুন্দরভাবে ধরেছে। অলমিতি।