ঘড়ি দেখেনি রসময়। তবে খুনিয়ার বাঁক পার হবার পর বোধ হয় মিনিট-তিনেক সময় গেছে, হঠাৎ কাছেই জঙ্গলের ভেতর দ্রুত কোনও প্রাণীর ছুটে আসার আওয়াজ। নড়ে উঠল ঝোপ-ঝাড়। ঝিঁঝিঁর আওয়াজ থেমে গেল আচমকাই। সতর্ক হবার বিন্দুমাত্র সময় তার পর মেলেনি। আচমকাই পাশের জঙ্গল থেকে ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল বড়ো একটা লেপার্ড...
শিশির বিশ্বাসের কলমে জল, জঙ্গল ও নরখাদক এর এমনি দুর্দান্ত ১০ টি কাহিনি নিয়েই জল জঙ্গল নরখাদক সমগ্র ৪।