মদীনার পড়ন্ত বিকেল। জিহাদের সফর থেকে ফিরে চলে এলেন নবীজি তাঁর চোখের মণি ফাতেমা’র সাথে দেখা করতে। হাতে-পায়ে সফরের ক্লান্তি। কপাল বেয়ে ঝরছে ঘাম। বহুদিন পর বাবাকে দেখে কাঁদতে কাঁদতে চুমু খাচ্ছিলেন বাবার চোখে-কপালে। নবী জানতে চাইলেন তাঁর কান্নার কারণ।
- আব্বা, আপনার অবস্থা দেখে কাঁদছি। রোদে পুড়ে কালো হয়ে গেছেন। কাপড়চোপড় মলিন-বিবর্ণ হয়ে গেছে।
নবীজি বললেন, কাঁদিস না মা। আল্লাহ তোর বাবাকে এমন দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যা তিনি একদিন জমিনের সকল কাঁচা-পাকা ঘর আর পশমের তাঁবুতে প্রবেশ করাবেন। কেউ তা গ্রহণ করে সম্মানিত হবে, আর কেউ গ্রহণ না করে বেইজ্জত হবে।
নবীজির স্বপ্ন, তাঁর দ্বীন প্রতিটি ঘরে ঘরে পৌছুবে। আপনি কি চান না আপনার প্রিয় সেই মানুষটির স্বপ্ন পূরণ হোক? এই বই থেকে আপনার পছন্দমতো একটি কাজ বেছে নিন জাস্ট, আর তা করতে থাকুন মন দিয়ে। চলুন তবে শুরু করা যাক মিশন : ইসলাম। যতদিন না তা পৌছে যাচ্ছে প্রত্যেক কাঁচা-পাকা ঘরে।