Jump to ratings and reviews
Rate this book

পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা

Rate this book
১৯৫১ থেকে ১৯৯০ পর্যন্ত রচিত সকল কবিতা I ‘পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা’ বইয়ের প্রধান প্রধান সূচিপত্রঃ এক মুঠো রোদ। ১৯৫১* শব্দর বিছানা। ১৯৭৫* তুমি এলে সূর্যোদয় হয়। ১৯৭৬* আমিই কচ আমিই দেবযানী। ১৯৭৭* হে সময় অশ্বারোহী হও। ১৯৭৯* আমাদের তুমুল হৈ-হল্লা। ১৯৮০* প্রিয় পাঠক-পাঠিকাগণ। ১৯৮০* গভীর রাতের ট্রাঙ্ককল। ১৯৮১* রক্তিম বিষয়ে আলোচনা। ১৯৯০

199 pages, Hardcover

First published January 1, 1986

5 people are currently reading
108 people want to read

About the author

Purnendu Pattrea

73 books22 followers
Purnendu Patri (sometimes Anglicised as Purnendu Pattrea) was an Indian poet, writer, editor, artist, illustrator, and film director. He was best known for his poems and stories, particularly for his poetry collection Kathopokathan in Bengali, and for his experimentation with book cover design. He also was a researcher of the history of Kolkata.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (12%)
4 stars
16 (50%)
3 stars
10 (31%)
2 stars
1 (3%)
1 star
1 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Arupratan.
235 reviews385 followers
January 16, 2023
পূর্ণেন্দু পত্রীকে যেকোনো একটা পরিচয়ে বেঁধে ফেলা কিংবা আটকে রাখা অসম্ভব। তিনি ছিলেন কলকাতার নাগরিক-ইতিহাসের একজন উৎসাহী গবেষক। একজন মৌলিক সিনেমানির্মাতা। প্রেমেন্দ্র মিত্রের "তেলেনাপোতা আবিষ্কার"কে তিনি সেলুলয়েডে ধরতে চেয়েছিলেন!! বাংলা প্রকাশনীর ইতিহাসে সম্ভবত সবচাইতে ভার্সাটাইল এবং অভিনব প্রচ্ছদশিল্পী ছিলেন তিনি। চমৎকার গদ্যলেখক এবং ঔপন্যাসিক। এরকম নানাবিধ কাজকর্মে পারদর্শিতা ছাড়াও তিনি এমন কিছু ঘটনার উদ্যোগী ছিলেন, যেগুলো বাংলার সাংস্কৃতিক ইতিহাসের অংশ হয়ে গেছে। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী বানিয়েছিলেন, আপামর বাঙালি দর্শকদের মধ্যে আক্ষরিক-অর্থে তিনি ছিলেন প্রথম মানুষ যিনি নবীন পরিচালকের প্রতি নিজের সমুগ্ধ প্রশস্তি অর্পণ করেছিলেন এবং তাঁকে সম্বর্ধনাজ্ঞাপনের উদ্যোগ নিয়েছিলেন। সেই পঞ্চাশের দশকে বাংলা সিনেমার অবস্থা ছিল আজকের থেকেও বাহাত্তর-গুণ যাচ্ছেতাই। সমকালীন একজন অখ্যাত অকুলীন বাঙালি সিনেমানির্মাতার প্রতি এইরকম অকপট শ্রদ্ধার প্রকাশ আজকের দিনের ফুটোমস্তান "ফিলিম ক্রিটিক"দের দ্বারা স্বপ্নেও ভাবা যায় না!

কলকাতা শহরের সম্ভবত সবচেয়ে সুদর্শন স্থাপত্য ছিলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের "সেনেট হল"। বারোক এবং নিওক্ল্যাসিক্যাল শৈলীর যুগলবন্দিতে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটিকে ১৯৬০ সালে "আধুনিকতার প্রয়োজনে" নির্মমভাবে ভেঙে ফেলা হয়। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষের মতো বেশ কয়েকজন সমসাময়িক মানুষের লেখায় দেখতে পাই, সেনেট হলের হত্যাযজ্ঞের সেই ঘটনার ছবি দিনের পর দিন নিজের স্টিল-ক্যামেরায় তুলে রাখছিলেন পূর্ণেন্দু পত্রী। ছবি তুলছিলেন এবং অঝোরে কাঁদছিলেন। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে একজন শিল্পীর অসহায় যন্ত্রণা! পূর্ণেন্দু পত্রীর কবিতার আলোচনায় এইসব অপ্রাসঙ্গিক কথাবার্তা টেনে আনছি ক্যানো? কারণ একজন কবির প্রকৃত পরিচয় মুদ্রিত থাকে কেবল ফুল পাখি নদী চাঁদ প্রেম বিরহের রমণীয় ক্যানভাসেই নয়, তাঁর সমসাময়িক ক্ষতবিক্ষত পারিপার্শ্বিকতার মধ্যেও। গভীর রাতে সাদা পৃষ্ঠায় সুচিন্তিত প্রেমের কবিতা লিখবার আগে, কবি নিজের ফুসফুসে ঢুকিয়ে নেন সারাদিনের ধুলো ধোঁয়া নাগরিক-দুর্গন্ধ বিষবাষ্প সূর্যপোড়া ছাই!

নারীরা পুরনো হয়, যুবকেরা বেঁকে যায় দুঃখে দুর্বিপাকে
জননীরা তুলে নেয় মৃত্যুর সংসার কোলে-কাঁখে
গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে।


কবি হিসেবে পূর্ণেন্দু পত্রীর সবচেয়ে বিস্তৃত পরিচয় "কথোপকথন" সিরিজের কবিতাগুলোর জন্যে। অথচ তাঁর "শ্রেষ্ঠ কবিতা" সংকলনে, যেটা তিনি নিজেই সম্পাদনা করেছেন, কথোপকথনের একটা কবিতাও নেই। কবিতাগুলো পড়ার সময়ই বোঝা যায়, নিজের সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতাগুলোকে ক্যানো তিনি বাদ দিয়েছিলেন। কারণ কথোপকথনের বহুপরিচিত কবিতার বাইরেও তিনি লিখেছেন কতো অজস্র অবিস্মরণীয় কবিতা! শুভঙ্কর-নন্দিনীর পারস্পরিক আলাপগুচ্ছের বাইরেও রয়ে গেছে আরো কতো সুগভীর সুস্পষ্ট উচ্চারণ! পূর্ণেন্দু ছিলেন একজন সত্যিকারের "একলা কবি"। সুনীল-শক্তি-শরৎকুমার-তারাপদ যখন "কৃত্তিবাস" পত্রিকার চৌকাঠে দাঁড়িয়ে সহর্ষে পাল্টে দিচ্ছেন বাংলা কবিতার বাহিরমহল ভিতরদালান, পূর্ণেন্দু তখন কবিতার হাতছানি থেকে অনেক দূরে নিজের নিপাট চেয়ারটেবিলে বসে বইয়ের প্রচ্ছদ আঁকছেন, গল্প-উপন্যাসের অলংকরণ করছেন। যদিও তাঁর প্রথম কবিতার বই বেরিয়েছিল ১৯৫১ সালে, কিন্তু তারপর ১৯৭৫ পর্যন্ত তিনি নিশ্চুপ। নিবাতনিষ্কম্প!

১৯৭৫ সালে ছিটকে বেরিয়ে এলো "শব্দের বিছানা"। যেন এতদিনকার জমে থাকা কাব্যক্ষুধা নির্বাপিত হলো। আত্মগোপনের ফ্যাকাশে গহ্বর থেকে যেন সূর্যালোকের মুখোমুখি হলেন পূর্ণেন্দু।

এখনও বিষাদ পাবে বলে
পুরুষ নারীর কাছে যায়
নারীরা নদীর কাছে যায়
নদীরা মাটির কাছে আসে
মাটি আকাশের দিকে চায়।

তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।


পূর্ণেন্দু একজন আপাদমস্তক রোমান্টিক কবি। অথচ তাঁর সেই রোমান্টিকসত্তা ললিতবিভঙ্গে জর্জরিত নয়। প্রেমিক হয়েও তিনি সমাজসচেতনতার দ্বারা জারিত! নাগরিক ছায়াছন্দে মুড়ে রাখা নিজের অস্তিত্বকে এমন অমোঘ শব্দউৎকর্ষে বিদ্ধ করেছেন, আমি মুগ্ধ হয়ে গেছি। আমার স্বাভাবিক পাঠগতিকে কমিয়ে এনে ধীরে ধীরে তারিয়ে-তারিয়ে নিজের ভিতরে প্রবিষ্ট করিয়েছি পূর্ণেন্দুর চিন্তাবিশ্বকে। কবিতা পড়তে পড়তে আমিও শুনেছি উস্তাদ বড়ে গুলাম আলি খাঁ-র বিষাদদীপ্ত অলৌকিক ঠুমরিগুঞ্জন।

ফুলের কাছে নারীর কাছে
বুকের বিপুল ব্যথার কাছে
বেদনাবহ যে সব কথা
বলতে গিয়ে ব্যর্থ হলাম।

তারাই যখন ফিরে আসে
কেউ ললিতে কেউ বিভাসে
স্পন্দনে তার বুঝতে পারি
বুকের মধ্যে বড়ে গোলাম!


Goodreads-এ quotation সংযোজন করার একটা অপশন আছে। বাংলা কবিতার অধিকাংশ বিখ্যাত লাইনগুলো সেখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। যা আছে তা যৎসামান্য। গতবছর নবনীতা দেবসেনের কবিতা পড়ার সময় ভেবেছিলাম, পৃথিবীর সকল ভাষার কবিতাপ্রেমীরা নিজেদের প্রিয় পঙ্‌ক্তিগুলো Goodreads Quotes-এ সংগ্রহ করে রাখছেন, তাহলে বাংলা কবিতা নয় ক্যানো? পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা বইটা পড়ার সময় আমি নিয়মিত আমার ভালোলাগা কবিতার অংশগুলো লিখে রেখেছি "Quotes" অপশনটির সুযোগ নিয়ে। Goodreads App থেকে সেগুলো দেখা যায় না, কিন্তু ব্রাউজার থেকে উৎসাহী কবিতাপ্রেমীরা পূর্ণেন্দুর কবিতার কিছুটা স্বাদ নিতে পারেন। এর পর থেকে আমি যখনই কোনো কবিতার বই পড়বো, এই কাজটা করবো।

পূর্ণেন্দুর কবিতা পড়ছি জানতে পেরে হারুন মন্তব্য করেছিলো যে, তার "ব্যক্তিগত মহাকবি"দের মধ্যে পূর্ণেন্দু পত্রী একজন। আমি অনুভব করেছি, এটা অতিশয়োক্তি নয় মোটেই! যদিও, অলোকরঞ্জন দাশগুপ্ত এবং দেবীপ্রসাদ বন্দোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত "আধুনিক কবিতার ইতিহাস" বইতে পঞ্চাশের দশকের অনেক হাবিজাবি হাফপেন্টুলুন কবিদের নিয়ে আলোচনা থাকলেও পূর্ণেন্দু পত্রীর নাম অনুপস্থিত। এটা কীভাবে সম্ভব! বোধগ্রাহ্য অথচ নিকষ এমন কবিতার কাঁটাতারে যিনি আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলেন গত দিন-পনেরো, সেই সত্তরের দশকে উৎসারিত যাঁর কাব্যভাষা এবং ভাবনাউঠোনে আমি দেখেছি একবিংশ-নবীন ছায়াপথের চলাচল, তিনি কিনা মাইরি আধুনিক কবিতার ইতিহাসে নেই?! উৎকৃষ্ট কবি বুঝি তাঁরা খুঁজেছিলেন? এই যে, বোধহয় তাদের কথা ভেবেই, নাকি আমার কথা ভেবেই, পূর্ণেন্দু লিখেছেন :

উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে
এই যে এঁকেছি।
এই তার রক্ত-নাড়ি, এই খুলি,
এই তার হাড়।
এই দেখ ফুসফুসের চতুর্দিকে পেরেক, আলপিন
সরু কাঁটাতার।
এইখানে আত্মা ছিল
গোল সূর্য, ভারমিলিয়ন
ভাঙা ফুলদানি ছিল এরই মধ্যে
ছিল পিকদানি
পিকদানির মধ্যে ছিল
পৃথিবীর কফ, থুতু, শ্লেষ্মা, শ্লেষ
অপমান, হত্যা ও মরণ।

উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজেছিলে
এই যে এঁকেছি!

ক্ষতচিহ্নগুলি গুণে নাও!




(শেষ কথা : দে'জ পাবলিকেশনের "শ্রেষ্ঠ কবিতা" সিরিজের অন্তর্গত বইগুলোর মধ্যে পূর্ণেন্দু পত্রীই একমাত্র কবি যিনি নিজের বইয়ের প্রচ্ছদ নিজেই এঁকেছেন।)
Profile Image for Zabir Rafy.
312 reviews10 followers
February 17, 2025
হে সময়, হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময় কানা কুকুরের মতো এটো- কা���া ঘাঁটাঘাঁটি ভুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে, একবার অশ্বারোহী হও।
Profile Image for Amjad Hossain.
196 reviews1 follower
February 12, 2024
সব গুলো ই তো শ্রেষ্ঠ হবেনা তন্মধ্যে কিছু কবিতা যথেষ্ট ভালো লেগেছে😊। পড়তে বেশ উপভোগ্য ছিলো।
Profile Image for Hasibul Shanto.
39 reviews37 followers
March 29, 2018
পাঠক সমাবেশে আজকে সারাদিন বসে বসে কয়েকটা কবিতার বই পড়লাম!
পুর্নেন্দু পত্রীর কথোপকথন আগেই পড়া ছিলো! এই বই এর কবিতা গুলোও ভালো লাগলো বেশ!
Profile Image for Sadia Dina.
Author 1 book67 followers
July 8, 2019
আগে হেথা-হোথা দুয়েকটা পড়েছিলাম, লেখনীর পরিচয় ছিল।তাই জানা ছিল এটাও ভাল লাগবে।কিন্তু, এই সংকলনটা পড়ে তারচেয়েও বেশি আবেগ কাজ করছে। এতটাই ভাল লেগেছে যে নতুন প্রেমে উন্মত্ত কিশোরীর মত উড়ছি!
সুন্দর!
Profile Image for Areez Nahar.
12 reviews6 followers
November 27, 2016
পুর্নেন্দু পত্রীর কবিতাগুলো কেন যে এতো ভালো লাগে! প্রায়ই পড়া হয় কবিতাগুলো। আমার মতে একটা কবিতার বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে রিভিউ লিখা সম্ভব না। বারবার একে নতুন করে আবিষ্কার করতে হয়। কবিতাগুলো কেমন যেন হয়- কোন গল্প বা উপন্যাসের মত না। পুর্নেন্দু পত্রীর একেকটা কবিতা অষ্টাদশী প্রেমিক-প্রেমিকার মত। প্রতিবার পড়ার সময় এক নতুন অনুভূতি কাজ করে।
Profile Image for Sohan.
274 reviews74 followers
October 3, 2020
এই চিজ আর যাই হোক আমার জন্য না। আমার চেনা জানা কয়েকটা মানুষের প্রিয় কবি বা অন্যতম প্রিয়। আমার খুব একটা ভালো লাগলো না। দুঃখিত। কবিতা এমনই।
কয়েকটা কবিতা মোটামুটি ভালো যেমনঃ হে সময় অশ্বারোহী হও ইত্যাদি।
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.