সকল অপেক্ষার বাঁধ ভেঙ্গে ২৯শে জুলাই আমাদের ১ম সংখ্যা প্রকাশ পেয়েছে। আমাদের ১ম সংখ্যা কার কাছে কেমন লাগলো আশাকরি সবাই জানাবেন এবং আমাদের সকল ভুলত্রুটি ধরিয়ে দিবেন। এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য আপনাদের মূল্যবান মতামত আশাকরছি।
৪টি ছোট গল্প, ২টি প্রবন্ধ, ২টি প্রতিবেদন ও বেশ কিছু কবিতা নিয়ে প্রথম সংখ্যাটি সাজানো হয়েছে। তার মাঝে আছে বেশ কিছু পরিচিত ও অপরিচিত মানুষের লেখা। আশাকরি সবার কাছে লেখা গুলো ভালো লাগবে।
১ম সংখ্যাতে যা যা রয়েছেঃ ছোটগল্প- ভাষার জন্য ভালোবাসা----------মোঃরাসেল আপন আশ্রয়------- --------------------রাজীব চৌধুরী দুপুরে সূর্যাস্ত----------------------অবিরাম বর্ষণ (শাওন খান) ট্রানজিট অব হ্যাডেস -------------মোঃরাসেল আপন
কবিতা- অদ্ভুত শুণ্যতা-----------------------Fazle Rabby আর কি দিব------------------------Bivasito Shuvro অপেক্ষা ও অপেক্ষা-২----------------মোঃসাব্বির রহমান শুভ গ্রেট ডিপ্রেশন-----------------------জুলিয়ান শূন্য নদীর বুকে---------------------সামিউল রাতুল উচ্ছিষ্ট ভাবনা----------------------সিয়ামুল হায়াত সৈকত
প্রতিবেদন- মোহময়ী সুন্দরবন--------------আশরাতুল সৈকত আমাদের শিক্ষা ব্যবস্থা----------নাসিমা আক্তার