পুলিশি ধরপাকড় থেকে শুরু ক'রে ভিনদেশী জালিয়াতির নিখুঁত ফাঁদ, সাহিত্য যাপন থেকে শুরু ক'রে রুদ্ধশ্বাস কোর্টরুম ড্রামা, লন্ডনের ভূতুড়ে বাড়ি ও ফরাসি হোটেলের রোমহর্ষক অলৌকিক অভিজ্ঞতা, বিলিতি কাকেশ্বরের পাঠশালা থেকে সটান হাজির হওয়া রম্যে ঠাসা পুস্তকালয়ে, ক্লায়েন্টের বাড়িতে ঘটনাবহুল নৈশভোজ, মদের আসরে গানের গুঁতো, রহস্যময় গ্রাফিতি আর্টিস্ট, সুশ্রী জুলিয়া-র সান্নিধ্য, বিলেতে বাংলা নববর্ষ পালন ও পলায়ন, মৃত্যুর একদিন আগে স্যান্ডির গল্প, লন্ডনের দোতলা বাসে টিকিটহীন ভ্রমণ, প্যারিসের বিখ্যাত বুকশপে তিনটি শর্তের বিনিময়ে রাত্রিযাপন, মিনিস্কার্টের ইতিবৃত্ত, বিলিতি তুষারপাতের রঙ্গরস, হিথরো এয়ারপোর্টে ভ্রান্তিবিলাস, এবং শেষে এমিলি-র সঙ্গে পাড়ি জমানো ভয়াবহ ভিক্টোরিয়ান ভূতের গল্পের অন্তরালে।
এটি ভ্রমণকাহিনী নয়, অথবা প্রবাসের বিভিন্ন দর্শনীয় স্থানের মনোরম বিবরণও নয়। যদি ভাবেন এতে শুধুই লন্ডনের ইতিহাস বর্ণনা করা আছে, তাহলে তাও সত্য নয়৷ 'প্রবাসীর ডায়রি' তকমাও খাটবে না৷ তাহলে এই বইয়ের বিষয়বস্তু কী? পাঠক কেন পড়বেন?
কৌতূহল নিরসন করার জন্য সংক্ষেপে বলি, এই বইতে রয়েছে একজন আদ্যোপান্ত বাঙালির সঙ্গে বিলেতের মাটিতে ঘটে যাওয়া নির্ভেজাল তেইশটি সত্য ঘটনা, যা পড়লে আপনি কখনো দেদার হাসবেন, কখনো প্রচণ্ড ভয় পাবেন, আবার কিছু অধ্যায় আপনাকে বিস্মিত করবে৷
বিশ্বাস করুন, আছে, আছে... কলিকাতা আছে লন্ডনেই!
সেখানেই যে এই খ্যাপা বাঙালি খুঁজে ফেরে শিকড়ের টান!