Jump to ratings and reviews
Rate this book

এই শহরে মেঘেরা একা

Rate this book
গল্প জেগে উঠে জীবন থেকেই। অযুত বছর ধরে জমে থাকা স্বপ্নকথাই এক একটা শব্দের গাঁথুনিতে সৃষ্টি করে গল্প। যে গল্প মানুষের পারস্পরিক দ্বন্দের, স্বপ্নভঙ্গের, বেঁচে থাকার কিংবা কারো হারিয়ে যাবার। সেই গল্পের আকার যখন বিষণ্ণতার মেঘে মিশে মহীরুহ হয়ে ওঠে, জীবন আর স্বপ্নের কাঁটাতারে তখন বাঁধা থাকে সামান্যই। স্বপ্ন যেখানে জীবনের চোখ রাঙ্গানিতেও রঙ হারায় না, গল্পগুলো হয়ত সঞ্জীবনী খুঁজে পায় সেখানেই। এইসব কিছুর ভীড়েই গল্প খুঁজে বেড়ায় একটি মেয়ে। বিষণ্ণতায় ডানা মেলে ওর স্বপ্নগুলো। মেঘ হয়ে কোন এক দূর অজানায় নিজেকে খুঁজে পেতে আকুল মেয়েটি একটু একটু করে আবিষ্কার করে, প্রাত্যাহিকতায় আষ্টেপৃষ্ঠে থাকা ওর আশেপাশের মানুষগুলোও ডুবে আছে আকাশ সমান স্বপ্নে। সে টের পায় এই এক পলকের ছোট্ট জীবনটাকে অযথাই খুব জটিল করে ফেলি আমরা। মনোগ্রাফে দাগ কেটে যাওয়া সময়গুলোকে আমরা নিতান্ত অবহেলাতে কোন এক ধুলোপড়া কোণে ছুঁড়ে দেই। আমরা ভুলে যাই, এই পৃথিবীতে আমাদের গল্প লিখা হয় একবারই....

76 pages, Hardcover

First published February 2, 2015

1 person is currently reading
73 people want to read

About the author

Aqua Rezia

7 books46 followers
আমার ব্লগ নিক একুয়া রেজিয়া। মূল নাম, মাহরীন ফেরদৌস। ২০১৩ সাল থেকে বিভিন্ন জায়গায় কাজ করে, বর্তমানে একটা ডিজিটাল ক্রিয়েটিভ ফার্মে কাজ করছি। ২০১০ সাল থেকে ব্লগিংয়ের মাধ্যমে লেখালেখির জগতে আসা হলেও, জীবনে প্রথম গল্প লিখেছিলাম মাত্র ক্লাস ফোরে পড়ার সময়। সাহিত্য নিয়ে জুড়ে ছিলাম স্কুল ও কলেজ ম্যাগাজিন, মহাকাশ বার্তা, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং ছায়ানটে। আমি স্বাধীনচেতা, অন্যমনা। ভালোবাসি স্বপ্ন দেখতে, মানুষকে নিয়ে ভাবতে। আবুল হাসান আর জীবনানন্দ দাশের কবিতায় জীবন খুঁজে পাই। আর রবিঠাকুরের কবিতাই পাই প্রেম ও প্রার্থনা। বিদেশি লেখকদের মধ্যে প্রিয়র তালিকায় আছেন মাক্সিম গোর্কি, ও হেনরি এবং পাওলো কোয়েলহো। বইয়ের জগতে আত্মপ্রকাশ একুশের বইমেলা ২০১৩ তে, ছোটগল্প সংকলন “নগরের বিস্মৃত আঁধার” এর মাধ্যমে। ২০১৪ তে প্রকাশিত হয় আমার দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস “কিছু বিষাদ হোক পাখি”। সেই উপন্যাসটি অনেক পাঠকপ্রিয় হবার পর ২০১৫ সালে বইমেলায় প্রকাশিত হয় আমার তৃতীয় বই ও দ্বিতীয় উপন্যাস “এই শহরে মেঘেরা একা”। যা কিনা আরও বেশি জয় করে নেয় পাঠকদের মন। চার সপ্তাহ জুড়ে টানা বইমেলায় টপলিস্টে থাকে এই উপন্যাসটি। আমার তিনটি বই-ই প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে। এছাড়াও ঢাকা এবং কলকাতা মিলিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে লেখা প্রকাশিত হয়েছে আশিটির মতো।

আমার জীবনে কিছু 'কোটেশন' আমাকে শক্তি এবং আশা দিয়ে যায়। যেমন-

আকাশ তো ছুঁইনি, তবু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি। বেঁচে আছি, দিব্যি জেগে আছি। রোদকে আমায় ভেদ করে স্পর্শ করতে দিচ্ছি। এই তো আমি...

'If a writer falls in love with you, you can never die'- Mik Everett

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”

-Paulo Coelho, The Alchemist


Writing means sharing. It's part of the human condition to want to share things - thoughts, ideas, opinions.

-Paulo Coelho

The most important thing is to enjoy your life - to be happy - it's all that matters.

-Audrey Hepburn

“This life is yours. Take the power to choose what you want to do and do it well. Take the power to love what you want in life and love it honestly. Take the power to walk in the forest and be a part of nature. Take the power to control your own life. No one else can do it for you. Take the power to make your life happy.”

-Susan Polis Schutz

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (35%)
4 stars
16 (21%)
3 stars
18 (24%)
2 stars
9 (12%)
1 star
5 (6%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Nusrat Mahmood.
594 reviews737 followers
March 14, 2015
গ্রীক দার্শনিক Epictetus বলেছিলেন, "One can be lonely in a crowd too." এতকাল পরে তারই কথার প্রতিফলন ঘটিয়ে একুয়া রেজিয়া বলছেন 'এই শহরে মেঘেরা একা'। একুশে বইমেলা ২০১৫ এ প্রকাশিত সুন্দর লাল সাদা মোড়কের বইটা হাতে নিয়ে পড়তে গেলে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় এই হাহাকারময় কথাটা ঘুরেফিরে আসে।বইয়ের নামের সার্থকতা প্রমাণ হয় কাহিনীর পরতে পরতে। জীবনের জটিলতাগুলোকে দূরে সরিয়ে রাখতে চাওয়া , মেঘ হতে চাওয়া একজনের গল্প উঠে এসেছে যে কিনা ধীরে ধীরে আবিষ্কার করে মেঘেরাও একা, ভীষণরকম একা!।


বর্তমান সময়ের সফল সম্ভাবনাময় লেখক-লেখিকার তালিকা করতে গেলে যাদের নাম প্রথম দশে উঠে আসবে তাদের একজন একুয়া রেজিয়া। গত তিন বছর ধরে বলা চলে তিনি বাংলাদেশের কনটেম্পোরারি জনরার একছত্র সম্রাজ্ঞী। এর প্রধান কারণ সম্ভবত এটাই যে একদম প্রথম থেকেই লেখিকা নিজস্ব লেখার ধরণ তৈরি করতে সক্ষম হয়েছেন এবং তার প্রতিটি লেখা খুব সাধারণ হয়েও অসাধারণরকম জীবনমুখী এবং সাবলীল ফলে পাঠকরা খুব দ্রুত লেখিকার লেখার সাথে নিজেদের একটা আন্তরিক সম্পর্ক খুঁজে পান। 'এই শহরে মেঘেরা একা' বইটার ক্ষেত্রেও ব্যাতিক্রম হয়নি।

ছোট করে গল্পের কাহিনী বলতে গেলে দেখা যাবে আশেপাশের খুব পরিচিত একটা ছবি আঁকা হয়েছে লেখার অন্তরালে। শহুরে পরিবারের দুটি মেয়ে যারা মেয়ে হয়ে জন্মাবার অপরাধে আত্মগ্লানিতে ভুগে, বাবার থেকে যোজন যোজন মানসিক দূরত্ব নিয়ে বড় হয়, মা থেকেও নেই। বড় বোন মুক্তি এসবের মধ্যে থেকেও নিজের আকাশ সমান স্বপ্নগুলো নিয়ে মেঘ হতে চায়, জটিল জীবনটাকে সহজ করতে চায়,ছোট বোন জয়ীকে আঁকড়ে ধরে জীবনের নতুন সংজ্ঞা খুঁজতে চায়। হঠাৎ করে তাদের জীবনে নতুন নতুন মানুষ আসে। এই মানুষগুলো তাদের একাকীত্ব দূর করতে পারবে নাকি এদের সঙ্গ জীবনে নিয়ে আসবে নতুন ঝড় - তা নিয়েই ৭২ পৃষ্ঠা জুড়ে একটা সাধারণ গল্প সুন্দর করে বলা হয়েছে।

রুচিশীলতার পরিচয় রাখা বইয়ের কভার দেখলে মন জুড়িয়ে যায়।লেখার ধরণ নিয়ে নতুন করে বলবার কিছু নেই।লেখিকা যেভাবে পাঠককে যা অনুভব করাতে চেয়েছেন তা করাতেই সক্ষম হয়েছেন বলে আমার ধারণা। ব্যাক্তিগতভাবে দুইটা জায়গা নিয়ে আমার খানিকটা অভিযোগ আছে তা হলো গল্পটা পড়তে গিয়ে মনে হয়েছে খুব দ্রুতই যেন শেষ হয়ে গেল বইটা। আর একটু গভীরভাবে চরিত্রগুলো আঁকলে বা তাদের অতীত-বর্তমান জীবনের গল্পটা দিলে মনে হয় যেন পড়ে তৃপ্তি পেতাম।বিশেষ করেএকদম শেষের দিকে বাবা চরিত্রটির অতীতে তার মানসিক অবস্থা এবং ব্যবহার বা তার পারস্পেক্টিভটা লিখলে আমার মনে হয় বলতে পারতাম কাহিনীটা যথার্থভাবে র‍্যাপ আপ করা হয়েছে।অবশ্য এটা সম্পূর্ণই আমার নিজস্ব অনুভূতি।

বইএর শুরুতে এবং একদম শেষে যে দুটি চিঠি দেওয়া হয়েছে তা মনকে দ্রবীভূত করে ফেলে। 'বাংলাদেশ স্বাধীন হয়ে ৩৭ বছর পার করেছে। কিন্তু আমার স্বাধীনতা আমি এখনো খুঁজে পাইনি।', একজন মাত্র তের বছরের কিশোরীর চিঠিতে যখন এমন একটা লাইন উঠে আসে তখনই সমাজে ,পরিবারে একটা মেয়ের অবস্থান-ইচ্ছা-কর্মস্বাধীনতার একটা সার্বিক ছবি আপনাআপনি চোখে ভেসে উঠতে বাধ্য হয়। বইয়ের সমাপ্তিটা ভীষণ আশাজাগানিয়া এবং চরিত্রগুলোর পরিবর্তন সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।অন্তত এটুকু নিঃসন্দেহে বলা যায়, মন খারাপ-ভাল করবার খেলা খেলতে পারবার জগতে 'এই শহরে মেঘেরা একা' একটি অনন্য সংযোজন।
Profile Image for Nuha.
Author 9 books26 followers
February 4, 2015
আমাদের সবার জীবনে নানা গল্প থাকে। আমাদের প্রতিদিনলিপি যেন উপন্যাসের একেকটা পাতা। জীবনের ঘাত-প্রতিঘাত, ছোট ছোট সুখ, শেখা আর জানার মূহুর্ত সবকিছু কাগজের মলাটে বন্দী হয়ে আমাদের কাছে ধরা দেয় একুয়া রেজিয়ার উপন্যাসে।
এই শহরে মেঘেরা একা এক পাখির মত মেয়ের জীবনের গল্প। তার একাকীত্ব , খাঁচার মাঝে ডানা ঝাপ্টান্ন তার মুক্তির প্রতি তীতির্ষা আর চেষ্টার গল্প। এই শহরে মেঘেরা হয়তো পৃথিবীর আনাচে কানাচে থাকা অনেকের উপাখ্যান, যাদের হাসিমুখে প্রতিনিয়ত চলতে ফিরতে দেখি কিন্তু জানা হয়ে ওঠেনা তাদের অন্তরালের ছায়াগল্প।
শহুরে লেখক একুয়া রেজিয়ার প্রতিটি লেখায় আমি শহরবন্দী মানুষের দিনলিপি খুঁজে পাই। ব্যস্ততা, ছোট পরিবার, পারিবারিক সুখ দুঃখ , প্রতিবেশি যেন খুব কাছ থেকে কলমের আঁচড়ে তুলে ধরেন তিনি। এই শহরে মেঘেরা একা
মুক্তি নামের মেয়েটির নিঃশব্দ হাহাকারের গল্প। প্রতিটি পাতা কী যেন এক অমোঘ আকর্ষনে বেঁধে রেখেছিলো শেষ পর্যন্ত। লেখিকার প্রতিটি লেখার মতো এটিও নানা মুনিদের উক্তি সম্বলিত যা লেখিকার পাঠক গুণ কেও তুলে ধরেছে। এছাড়া জীবনবোধের এক স্বরুপ ছায়া পড়েছে সহজপাঠ্য এই বইটিতে। প্রাঞ্জলতা এই বইটির আরেকটি অন্যতম গুন। এক নিঃশ্বাসে তাই পড়ে ফেলা যায়।
মুক্তি এবং জয়ী দুবোনের খুনসুটি, প্রতিদিনের টুকরো গল্প, শেষবেলার এক অভিনব ট্যুইস্ট বইটিকে দিয়েছে নতুন মাত্রা। এই বইমেলার অবশ্য অবশ্য অবশ্য পাঠ্য বই গুলোর মধ্যে অন্যতম যে হতে যাচ্ছে এই শহরে মেঘেরা একা তাতে কোন দ্বিরুক্তি থাকা চলেনা!
Profile Image for Shafaat.
93 reviews113 followers
September 28, 2017
বয়স হবার পর থেইকাই(গত তিন-চার বছর থেইকা) 'সাহিত্য' ঘরানার ব্যাপারস্যাপার থেইকা একটু দূরে থাকি, কারণ এইডা ভালো মাথায় ডোকেনা। তবে এই বইটা একেবারেই ভাল্লাগেনাই। একমাত্রিক একঘেয়ে লেখা।
Profile Image for Nayema Lipi.
22 reviews42 followers
February 22, 2015
বইটা পড়ার সময় মনে হচ্ছিল, অদ্ভুত একটা মায়ার ঘোরে আটকে আছি। যে চরিত্রটির উপর প্রথম দিকে রাগ হচ্ছিল, একটু পরে ঠিক সেই চরিত্রটির জন্যই খারাপ লাগা শুরু করল।
সহজ ভাষায় লেখা জীবনের গল্প।
বইয়ের শেষটায় এখনো ডুবে আছি।

এককথায় "অসাধারণ" হয়েছে উপন্যাসটি ।
Profile Image for Nishi.
5 reviews26 followers
January 2, 2019
" জীবন হয়তো খুব সহজ, আমরা মানুষেরাই কেবল এটাকে জটিল করি। আমরা ভুলে যাই, প্রতিনিয়ত কষ্টকে পুঁজি করে বেঁচে থাকার চাইতে, অনেক অনেক বছর ধরে বসন্তের মাতাল হাওয়া, বর্ষার ঝুম বৃষ্টি, কনকনে শীতের কুয়াশা আর হেমন্তের পেঁজা তুলময় মেঘ দেখে দেখে একটা জীবন কাটিয়ে দেয়া যায় অসাধারণভাবে।
আমরা ভুলে যাই, আমরা এই পৃথিবীতে আসি একবারই... "

একুয়া রেজিয়ার লেখনী আমার বরাবরই পছন্দের। মনের অনুভূতি গুলো শব্দে ভালো প্রকাশ করতে পারেন।
Profile Image for Shahidul Nahid.
Author 5 books142 followers
February 17, 2015
আমরা ভুলে যাই, আমরা এই পৃথিবীতে আসি একবারই...

শেষ করলাম একুয়া রেজিয়া আপুর ৩য় বই এই শহরে মেঘেরা একা :) শেষ করে, অদ্ভুত একটা ভাল লাগা কাজ করতেছে...বইটায় মুক্তির বিষণ্ণতা, জয়ীর জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, শামিমের ঘরে প্রত্যাবর্তন এবং পুনরায় হারিয়ে গিয়ে আবারো ফিরে আসা..শেষের টুইস্ট, অসাধারণ সব মিলিয়ে! বই শুরু ক��ার পরে মন খারাপ ভাবটা থাকতে থাকতে কিভাবে কিভাবে জানি আবার মন ভাল হয়ে গেলো, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি পড়া শেষে..কারণ, সব কিছুর মূলে, আমরা যে দুনিয়াতে একবারই আসি, ইচ্ছেমৃত্যু শুধু বোকাদেরকেই মানায়!
Profile Image for Nu Jahat Jabin.
149 reviews241 followers
February 20, 2015
জীবন হয়ত খুব সহজ আমরা মানুষেরাই একে জটিল করি।আমরা ভুলে যাই প্রতিনিয়ত কষ্টকে পুঁজি করে বেঁচে থাকার চাইতে অনেক অনেক বছর ধরে বসন্তের মাতাল হাওয়া, ঝুম বৃষ্টি, কনকনে শীতের কুয়াশা আরর হেমন্তের পেঁজা তুলোময় মেঘ দেখে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় অসাধারন ভাবে।
আমরা ভুলে যাই আমরা এই পৃৃথিবীতে আসে একবারই .............
Profile Image for Wasee.
Author 51 books786 followers
February 15, 2016
অনেক অনেক বছর ধরে বসন্তের মাতাল হাওয়া , বর্ষার ঝুম বৃষ্টি , কনকনে শীতের কুয়াশা আর হেমন্তের পেঁজা তুলোময় মেঘ দেখে দেখে একটা জীবন কাটিয়ে দেয়া যায় অসাধারণভাবে - এই শহরে মেঘেরা একা উপন্যাসের অসম্ভব প্রিয় একটি লাইন :)
Profile Image for Shaid Zaman.
290 reviews47 followers
March 22, 2016
খুব একটা ভালো লাগলো না। প্রথমদিকে বেশ বিরক্তই লেগেছে। তবে শেষের দিকে এসে কাহিনীটা কিছুটা সচল হয়। তবে মনে রাখার মতো কিছু হয়নি। তবে উপন্যাসের নামটা অসাধারন হয়েছে।
Profile Image for Kulsum Siddique.
14 reviews1 follower
November 5, 2020
If you are someone who have grown up in an abusive and very strict parents, got sexually assulted then avoid this book. You will get triggered and traumatized.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Sujit Debnath.
14 reviews24 followers
February 24, 2017
জীবনের জটিল কিছু সমীকরণ, গভীর জীবনবোধ, সমাজের অন্ধকার কিছু দিক, একাকীত্ব আর পারিবারিক দুঃখ-সুখের সংমিশ্রিত কিছু অনুভূতি নিয়ে সাবলীল ভাষায় লেখা জীবনের গল্প এটি। উপন্যাসটি পড়তে পড়তে কখন যে চরিত্রগুলো আর গল্পের মায়ায় জড়িয়ে পড়েছি, বলা মুশকিল! হুমায়ূন স্যারের নীলপদ্ম থিওরির পর এই প্রথম কোন থিওরি পড়ে ভালো লাগলো, আর সেটা হল বক্স থিওরি! বক্স থিওরি পড়ে মনে হল, জীবনে একটা ‘নাথিং বক্স’ থাকলে সত্যি খুব ভালো হতো। তাহলে জীবনের দুঃখ, কষ্ট, জটিলতা এবং বিতৃষ্ণা গুলো ভুলে থাকা অনেকটাই সহজ হয়ে যেত। পরিশেষে উপন্যাসটির সুন্দর কিছু অংশের মধ্যে শেষ অংশটুকু উল্লেখ করা যেতে পারে...
জীবন হয়তো খুব সহজ, আমরা মানুষেরাই এটাকে জটিল করি। আমরা ভুলে যাই, প্রতিনিয়ত কষ্টকে পুঁজি করে বেঁচে থাকার চাইতে, অনেক অনেক বছর ধরে বসন্তের মাতাল হাওয়া, বর্ষার ঝুম বৃষ্টি, কনকনে শীতের কুয়াশা, আর হেমন্তের পেঁজা তুলোময় মেঘ দেখে দেখে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় অসাধারনভাবে।
আমরা ভুলে যাই, আমরা এই পৃথিবীতে আসি একবারই......

স্বাভাবিক ভাবেই, উপন্যাসের শেষ এই অংশটুকু পড়ে অদ্ভুত একটা ভালোলাগা জন্মে।
Profile Image for Henry Ratul.
64 reviews116 followers
July 16, 2017
বইটার একদম শুরু থেকেই যেকে ধরে রেখেছিল। লেখিকা "একুয়া রেজিয়া"- এর লেখনি বরাবরই আমার খুব পছন্দ। "এই শহরে মেঘেরা একা" তার ব্যাতিক্রম নয়।

আমাদের সমাজে একই ছাঁদের নীচে বসবাস করছে এমন অনেক ব্রোকেন ফ্যামিলি আছে। খুব সুন্দর বাস্তবতা ফুটিয়ে তুলেছেন লেখিকা। পড়ার শেষ পর্যায়ে মনেই হচ্ছিল ৭০পাতার থেকে যদি আরো একটু বড় হত বইটা।
Profile Image for Meraki.
9 reviews
July 8, 2015
পড়ার মতো খুব সুন্দর একটা বই
Profile Image for Syed Morshed.
52 reviews20 followers
July 15, 2016
অসাধারণ লেখনী! ভালো লাগা! মনে হয় প্রতিটা লাইনই কবিতা!
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.