ফেসবুক গ্রুপ 'গল্প লেখা প্রতিযোগিতা' এর তত্ত্বাবধায়নে বিসর্গ গল্প সংকলনটি প্রকাশিত হয়। মোট ২১ জন লেখকের ২১ টি গল্প আছে এতে। সবগুলো গল্প নিয়ে সংক্ষেপে আমার অভিমতটা জানানোর চেষ্টা করছি।
অসমাপ্ত মৃন্ময়ীর গল্প- রিজাল ফাতহোনী কবির : থিমটা খুবই ভাল। উপস্থাপনাও দারুণ। এককথায় চমৎকার গল্পটা। সুখপাঠ্য।
আমার আপু - আরজে কুবের মাঝি : ভাই-বোনের খুনসুটির মধ্য দিয়ে কাহিনী ভালোই এগিয়ে যাচ্ছিল। তবে শেষ বেদনাদায়ক। উপস্থাপনা ভাল ছিল।
ব্লু বার্ড ডাউন - মোহাম্মদ তুষার : একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে লেখার ধৃষ্টতা দেখিয়েছেন, এজন্য লেখক অবশ্যই প্রশংসার দাবিদার। গল্পটা ভালই ছিল।
পিপীলিকার পাখা - সিহাব তানিম : থিমটা আনকমন ছিল কিন্তু লেখার স্টাইলটা বিরক্তিকর। পাঠকের মনোযোগ ধরে রাখার মত সাবলীল শব্দচয়নের অভাব ছিল লেখাটায়।
কিশোর যোদ্ধা- রাফায়েত রহমান রাতুল : থিম এবং বর্ণনাভঙ্গি দুটোই ভাল ছিল। পড়তে খুব একটা খারাপ লাগে নি।
অন্তলীন - মাদিহা মৌ : থিমটা ভাল, তবে লেখিকাকে তার লেখনীর উপর আরো কাজ করতে হবে। লেখায় রহস্যভাব ধরে রাখার প্রচেষ্টা খুব একটা নাই।
প্র-বাঁশ : মোঃ সাজিদুল ইসলাম : শব্দচয়ন চমৎকার। রম্যগল্প হিসেবে পারফেক্ট। সুখপাঠ্য।
মমতা - ফারজানা ঊর্মি : অ্যাবরশন নিয়ে অনেক গল্প লেখা হলেও এই গল্পের থিমটা ব্যতিক্রম ছিল। ভাষাশৈলী অসাধারণ। সুখপাঠ্য।
বোকামি - ইমরান বিন ইউসুফ : মার্ডার স্টোরি, কাহিনীর টুইস্ট আহামরি কিছু নয়। তবে লেখার হাত ভাল। থিমটা নিয়ে আরেকটু গবেষণা করলে ভাল হত।
একজন মায়াবতী - মোঃ খালিদ রহমান : কিউট একটা রোমান্টিক গল্প। চঞ্চল এক মায়াবতীর গল্প। সুখপাঠ্য।
গাছঘর কিংবা এক হারানো বন্ধুর গল্প - দুর্জয় বৈদ্য : থিমটা ভালোই ছিল। তবে উপস্থাপনা বিরক্তিকর। চমৎকার একটা গল্প হতে পারত, কিন্তু হয়নি।
পৃম্ফী - রাফি আদনান : স্টার্টিং টা হিমুর মত হলেও গল্পটা ভাল ছিল। থিমটা ভয়ংকর। উপস্থাপনাও যথেষ্ট ভাল।
একটি ভালবাসা অতঃপর - নাছরিন জাহান রীতু : রোমান্টিক গল্প এক জিনিস, ন্যাকামি অন্য জিনিস। বাজে ছিল গল্পটা।
আছে অথবা নেই - আজিজুল গাফফার মিসবাহ : ইদানীং সব রোমান্টিক গল্পে গল্পে শেষে একজনকে মেরে ফেলা কিংবা সব স্কিৎজোফ্রেনিয়ার উপর ��িয়ে চালিয়ে দেয়ার একটা ট্রেন্ট বের হয়েছে। এটাও সেরকম, গতানুগতিক রোমান্টিক গল্প। তবে ভাষাটা স্ট্যান্ডার্ড।
প্লান - জাকির হোসেন : কাহিনীটা যথেষ্ট স্ট্রং, কিন্তু লেখক সেটাকে পর্যাপ্ত মাল-মসলা দিয়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন নি। এটা অবশ্যই লেখকের ব্যর্থতা।
একটি বলপয়েন্ট এবং কয়েকটি অপূর্ণ বৃত্ত - হাদিসুর হাদি : থিমটা খুব একটা ভাল লাগে নাই তবে উপস্থাপনা চমৎকার ছিল।
অনুভব - সালমান রহমান (পিয়াল) : বারমুডা ট্রায়াঙ্গল কে একটি ভিন্ন এঙ্গেল থেকে ব্যাখ্যা করা হয়েছে। থিমটা যথেষ্ট ভাল। পড়েও মজা পেয়েছি।
অদ্ভুতুড়ে ছায়ালোক - কাওসার পারভীন : বিরক্তিকর একটা গল্প। থিমটা বাজে, উপস্থাপনাও খুব একটা ভাল না।
আসবে বলে - সুমাইয়া শারমিন : গল্পের সবচেয়ে পজেটিভ দিক হল এর ধারাবর্ণনা। উপস্থাপনাটা চমৎকার লেগেছে আমার কাছে। রোমান্টিক গল্প হলেও থিমটা ভাল ছিল।
ধাওয়া - সজল চৌধুরী : চমৎকার একটি সাই-ফাই। উপস্থাপনা খুব একটা ভাল না, কিন্তু চলে। সব মিলিয়ে পড়তে একেবারে খারাপ লাগেনি।
পরাবাস্তব - জাহিন গালিব (আপেক্ষিক) : সত্য ঘটনা অবলম্বনে লেখা, তাই থিম নিয়ে কিছু বলছি না। তবে উপস্থাপনা খুব একটা ভাল হয় নি।