Jump to ratings and reviews
Rate this book

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প

Rate this book

183 pages, Hardcover

First published June 1, 2011

22 people are currently reading
305 people want to read

About the author

Bibhutibhushan Bandyopadhyay

204 books1,092 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
100 (62%)
4 stars
51 (32%)
3 stars
5 (3%)
2 stars
1 (<1%)
1 star
2 (1%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Antu Paul.
112 reviews81 followers
May 31, 2025
“বাংলাদেশের মর্ম কাহিনী লুকোনো আছে এইসব নিভৃত পল্লিপ্রান্তের আম, বকুল, বাঁশবনের আড়ালে। যিনি লেখক হবেন, যিনি লেখনী ধারণ করবেন, তাকে আসতে হবে এখানে, মিশতে হবে এদের সঙ্গে। যোগ দিতে হবে এদের এইসব শান্ত, উত্তেজনাহীন, তুচ্ছ, অখ্যাত, অনাড়ম্বর গ্রাম্য জীবনের উৎসবে; এদের বুঝতে হবে, ভালোবাসতে হবে!”
বিভূতিভূষণের ছোটগল্পের গতিপ্রকৃতি তাঁর উপরোক্ত কথার মাধ্যমে অনেকটা অনুধাবন করা যায়। ছোটগল্পে মমতামাখা হাতে তিনি অতি সাধারণকে তুলে ধরেছেন; সাধারণকে অসাধারণত্বের ছোঁয়া দিয়েছে তার লেখনী। দারিদ্র্য তাঁর গল্পে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও মানিকের গল্পের হাহাকার তাতে নেই। তাঁর গল্পে আঘাতের চেয়ে উপশমই মূখ্য।
কিন্নরদলের শ্রীপতির বউ, সামান্য ভালোবাসার ছোঁয়ায় গ্রামের মেয়েদের জীবন কতটা পাল্টে দিল,মৌরিফুলের সেই অস্থির সুশীলা, পুইমাচার সেই পেটুক মেয়েটা, উপেক্ষিতার নতুন বউদি কিংবা উমারাণী একটু ভালোবাসার জন্য যাদের প্রাণটা ব্যাকুল। বিভূতিবাবু তাদের কষ্টটা তুলে ধরেছেন পরম স্নেহে। হার না মানাক্যানভাসার কৃষ্ণলাল , কিংবা জীবনযুদ্ধে পরাজিত সেইসব চরিত্র যারা একটু সান্ত্বনাও পায়না তারাও বিভূতিবাবুর গল্পে একটু সহানুভূতির ঠাই পেয়েছে।
তবে মানুষের নেতিবাচক, হিংসাত্মক দিকগুলো তার লেখায় খুব কমই এসেছে। যতটুকু এসেছে তাও বিভূতিভূষণের উদার কলমে পাঠকের সিমপ্যাথি থেকে বঞ্চিত হয়নি। অভাজনের প্রতি তাঁর প্রবল মমতা প্রায় সব গল্পেই দেখা যায়।
অতিপ্রাকৃত গল্পেও তিনি অসাধারণ।
প্রায় দুইশত গল্প তাঁর লেখনী থেকে পেয়েছি আমরা। তিন-চারটি প্রকাশনীর নির্বাচিত ছোটগল্পের সূচি হাতড়ে আর অল্প কিছু ইউটিউবে শুনে নব্বইয়ের বেশিই হবে আমার পড়া বিভূতিভূষণের গল্প! মুগ্ধ হয়েছি বলার থেকে আবেগতাড়িত হয়েছি বেশি বলা যথাযথ হবে।
Profile Image for Shadin Pranto.
1,472 reviews560 followers
May 4, 2020
আমরা জীবন দেখি চোখে টিনের চশমা, রঙিন চশমা লাগিয়ে। কেউ-বা ড্রোন দিয়ে জীবন দেখতে দেখতে হঠাৎ আবিষ্কার করি বাত্তি তো নিভে গেল।

কিন্তু বিভূতিভূষণ বাঁডুজ্যে চলতি-ফিরতি মানুষকে একেবারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, মনের রাজ্যে গিয়ে হানা দিয়েছেন। তাই তো তাঁর প্রতিটি গল্পেই আমাদের চারপাশের মানুষগুলোকে, প্রকৃতিকে এতো অন্তরঙ্গভাবে পেলাম,সুন্দরতম ডিটেইলিং এর যাদুর ঘোর কাটানোর আগেই দেখি বই শেষ!

"কিন্নরদল " গল্পের কথাই বলি। গ্রাম নিয়ে শহুরে লোকদের আলাদা উচ্চমার্গীয় ধারণা থাকে। সবচেয়ে ছাঁচীকৃত কথাটা হল - এরা খুব সহজসরল। বিভূতি মশাইয়ের "কিন্নরদল" এ সেই গ্রামের প্রকৃত ছবি পাই, নারীজাতের চিরায়ত কিচুটেপনা স্বভাবের বাইরেও ভিন্নজাতের নারীর গল্প বললেন বিভূতি। শেষে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে মন আর্দ্র হয়ে এল।

''নারীর মন সে তো শত সহস্র বছরের সাধনার ধন '' তত্ত্বে বিশ্বাসীদের মুখে ঝামা ঘষে দিলেন "মৌরীফুল" গল্পে। শ্বশুরবাড়ির নির্যাতন ও বিয়ের পর স্বামীর বদলে যাওয়া একটি মৌরীফুলকে কোথায় নিয়ে যেতে পারে তাই পাঠক হিসেবে আমাকে অবাক করেছিল।

জীবনযুদ্ধের অদম্য যোদ্ধা কৃষ্ণলাল ক্যানভাসার যেমন মনে করিয়ে দিয়েছে হেমিংওয়ের সেই অমরবাণী "Man can destroyed but not defeated "

"নাস্তিক" গল্পটা খুব চিন্তায় ফেলে দিল। এবার বুঝি জীবনদর্শনের সন্ধানে বেরুতে হয়।

"মেঘমল্লার", "পুঁইমাচা" কিংবা "তারানাথ তান্ত্রিক " তো অলটাইম ক্লাসিক।

ও, হ্যা, গল্পগুলোর বাঙালি মুসলমান চরিত্রগুলো লক্ষ করলে সেইসময়কার বাঙালি মুসলমানের সামাজিক অবস্থাটাও বেশ ঠাহর করতে পারবেন।
Profile Image for Muhammad .
152 reviews11 followers
July 25, 2016
দুর্দান্ত সব গল্পের দারুণ একটি সংগ্রহ। বইয়ের ২৫ টি গল্পের বেশীর ভাগই ভালো লেগেছে। দারিদ্র্যের বিরুদ্ধে একপেশে যুদ্ধে হেরে যাওয়া আমাদের গ্রাম বাংলার মানুষগুলোর প্রতিদিনের সংগ্রামের চিত্র বারবার যেমন উঠে এসেছে অনেকগুলো গল্পের উপজীব্য হিসেবে, তেমনি শাশুড়ির হাতে পল্লীর কিশোরী বধূর নিপীড়ণ ও তার অসহায় আত্নসমর্পণের কথাও ঘুরেফিরে এসেছে কয়েকটি গল্পে। মনে থাকবে 'অনুসন্ধান' গল্পের নারাণ মাস্টার কিংবা 'ঝগড়া'র কেশব গাঙ্গুলীর কথা, পরাজিত হওয়া যাদের নিয়তি মাত্র। ভাবিয়েছে 'নাস্তিক' গল্পের পণ্ডিত লোকনাথ এর সংশয়বাদ। 'আইনস্টাইন ও ইন্দুবালা' গল্পের স্যাটায়ার আমাদের বিদ্যার প্রতি অনীহার অভ্যাসটাকে চোখে আঙুল দিয়ে আরো বড় করে দেখিয়ে দিল।

ডিটেইলিং এর জাদুকর যেই বিভূতিভূষণ আট বছরের অপুর বালক জগতের পুরোটাই পাঠকের সামনে মেলে ধরতে পারেন তাঁর অসামান্য গদ্যে, গল্পগুলোতে সেই বিভূতিই উপস্থিত থেকেছেন স্বরূপে। ক্যানভাস এর আকারের হেরফের তাঁর লেখার মানের তারতম্য ঘটাতে পারেনি এতটুকুও (তাঁর সাহিত্য মান বিচার করা আমার কর্ম নয় কোনমতেই যদিও!) প্রিয় লেখকদের প্রিয় বইগুলোর তালিকায় বিভূতিভূষণ এর অংশটুকু আরেকটু লম্বা হল এই বইটি দিয়ে।
Profile Image for Debashish Chakrabarty.
108 reviews94 followers
December 26, 2019
শীত জেঁকে বসেছে, কোথাও পুড়ছে বন, পৃথিবী ধূলা-ধোঁয়া-তেলে সয়লাব, মানুষ আজও মরছে-মরছেই হয়তো আপিসে-রাস্তায়-সীমান্তে নয়ত হারাচ্ছে ঘর অথবা জেঁকে বসেছে ঘর হারানোর ভয় । মানুষের শরীরে আর কতটা ভয় সয়? তবু ভয় গিলতে হবে-গিলতেই হবে কারখানায় তৈরি ভয় আর মহাব্যবসায়ীর মস্তিক নিংড়ানো ভয় । গিলে খাওয়ানো হবে ভয় চামচের পর চামচ, একটু একটু করেই । তবুও বিভূতিদা অ্যাদ্দিন বাদেও, তুমি অর্ধেক মানব অর্ধেক প্রকৃতি ।
Profile Image for Mahrufa Mery.
206 reviews117 followers
June 26, 2019
গ্রামীণ কিংবা শহরতলীর পটভূমিতে রচিত গল্প উপন্যাস আমার বরাবরই প্রিয়। কিছু ভিন্নধর্মী, বেশ ভাল এবং কিছু এভারেজ গল্প নিয়ে এই সংকলন।
Profile Image for Preetam Chatterjee.
6,833 reviews367 followers
March 19, 2025
“আত্মানং বিদ্ধি”(উপনিষদ)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথাকার। তাঁর গল্পসম্ভার শুধু সমাজচিত্র নয়, এক গভীর মানবিক অনুসন্ধানের দলিল। তিনি প্রকৃতির গূঢ় রহস্যময়তা এবং জীবনের নিগূঢ় সত্যকে গল্পের বুনটে এনেছেন এমনভাবে, যা পাঠকের চেতনায় গভীর রেখাপাত করে।

তাঁর "শ্রেষ্ঠ গল্প" সংকলন পাঠ করলে বোঝা যায়, তিনি কীভাবে এক অনবদ্য শৈলীতে গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখ, প্রেম, পরিণতি ও বিসর্জনের কথা বলেছেন।

“আমি চাহি বিস্মৃতি, আমি চাহি শান্তি”(রবীন্দ্রনাথ ঠাকুর)

বিভূতিভূষণের গল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতি ও মানুষের আন্তঃসম্পর্কের মনোমুগ্ধকর চিত্রায়ন। ‘অশনি সংকেত’ কিংবা ‘পুঁইমাচা’র মতো গল্পগুলিতে তিনি দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে মানুষের নিরবচ্ছিন্ন সংযোগ।

তাঁর গল্পে গ্���ামীণ সমাজব্যবস্থার সূক্ষ্ম পর্যবেক্ষণ যেমন রয়েছে, তেমনি রয়েছে দার্শনিকতা। অনেক ক্ষেত্রে তাঁর রচনায় এক ধরণের অন্তর্নিহিত বিষাদ ও নিঃসঙ্গতার সুর ধ্বনিত হয়, যা পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী আবেগ সৃষ্টি করে।

“সত্যং শিবং সুন্দরং”(উপনিষদ)

তাঁর রচনায় অতিপ্রাকৃত ও রহস্যময় উপাদানগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘মেঘমল্লার’ বা ‘অলকা’ গল্পে তিনি যে অপার্থিব আবহ তৈরি করেছেন, তা আমাদের মনে করিয়ে দেয় বাংলার লোককাহিনি ও উপকথার ঐতিহ্যকে। বিভূতিভূষণের ভাষা অত্যন্ত সহজ, অথচ গভীরতায় পূর্ণ। পাঠক অনুভব করেন, তিনি যেন একান্তভাবে চরিত্রগুলির সঙ্গে পথ চলছেন, তাদের ব্যথা ও আনন্দ ভাগ করে নিচ্ছেন।

“জীবন যে কেবল সুখের, সে তো নয়”(রবীন্দ্রনাথ ঠাকুর)

বিভূতিভূষণের গল্পে শহুরে জীবনের কৃত্রিমতা নেই; বরং আছে এক স্বতঃস্ফূর্ত জীবনধারা, যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ‘উপহার’ কিংবা ‘কিন্নর দল’ গল্পে তিনি আমাদের এমন এক মানবিক আবেগের সামনে দাঁড় করিয়ে দেন, যা আজকের আধুনিক যান্ত্রিক সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর চরিত্ররা সাধারণ মানুষ, কিন্তু তাঁদের অনুভূতির গভীরতা অসাধারণ।

“সর্বং ত্যজ, সর্বং পলায়”(উপনিষদ)

বিভূতিভূষণের শ্রেষ্ঠ গল্পসম্ভার শুধু সাহিত্যরসিকদের জন্য নয়, বরং যে-কেউ জীবনের গভীর অর্থ খুঁজতে চাইলে তাঁর লেখার মধ্যে ডুব দিতে পারে। তাঁর ভাষা, কাহিনির বিন্যাস, এবং চরিত্রচিত্রণ বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। তাঁর গল্প পাঠ করে মনে হয়, জীবনকে নতুনভাবে দেখার দরজা যেন খুলে যায়।

অতএব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পসম্ভার কেবল গল্প নয়, এটি এক জীবনদর্শন। প্রতিটি গল্প পাঠকের মনে প্রশ্ন তোলে, উত্তর খোঁজার তাগিদ দেয়, এবং শেষে এক গভীর মানবিক অনুভূতিতে আপ্লুত করে।
Profile Image for Subhojit Bera.
122 reviews16 followers
November 6, 2025
বিভূতিভূষণের লেখা রিভিউ করে নিজেকে বা লেখককে ছোট করবো না। তার লেখা পড়লে মন অজান্তেই রোমান্টিক হয়ে যায়, ইচ্ছে করে ঘোর পল্লীগ্রামে টেমির আলোয় রাত কাটাতে।

এই বইটা আগেও পড়া। অনেক ছোটবেলায়। এর গল্পগুলো সবকটা কিন্তু ছোটদের জন্যে নয় । তাতে কোনো অসুবিধে নেই। ছোটবেলায় কি বুঝেছিলাম কে জানে - কিন্তু সিঁদুরচরণ গল্পটা তখন খুব ভালো লাগতো। এইবার পড়ে যখন আরো অনেক কিছু বুঝলাম - আরো ভালো লাগলো।

"মৌরীফুল", "ক্যানভাসার কৃষ্ণলাল", "দ্রবময়ীর কাশিবাস", "একটি ভ্রমণ কাহিনী", "পুঁই মাচা" এই গল্পগুলি প্লটের দিক থেকে বেশ সরল, কিন্তু তাতে চরিত্র গঠন এতো শক্তিশালী যে তা গল্পগুলিতে একটি অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে।

দুটো কোটেশন তুলে দিলাম -


নীরজা বিস্ময়ে দ্রব ঠাকরুন এর দিকে চেয়ে বল্লেন - আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেন নি?
- না। কে তিনি - কৈ না - এখানে আছেন ?
-- দ্রবময়ীর কাশিবাস

"-কোথায় ছেলাম আর কনে আলাম ! উঃ! এ পিথিমীর কি সিমেমুড়ো নেই ?"
-- সিঁদুরচরণ
86 reviews1 follower
April 12, 2025
খুব সুন্দর কিছু গল্প নিয়ে এই বইটি সংকলন করা হয়েছে
১।উপেক্ষিতা
২।নাস্তিক
৩।বিপদ
৪।নসুমামা ও আমি
৫।মৌরিফুল
৬।ডানপিটে
৭।যদু হাজরা ও শিখিধ্বজ
৮।পুরনো কথা
৯।দুইদিন
১০।তালনবমী
১১।সুলোচনার কাহিনী
১২। অভয়ের অনিদ্রা
১৩।দ্রবময়ীর কাশীবাস
১৪।বেণীগীর ফুলবাড়ি
১৫।ক্যানভাসার কৃষ্ণলাল
১৬।কবি কুন্ডু মশায়
১৭।বড় দিদিমা
১৮।হাট
১৯।পুঁইমাচা
Profile Image for Saume Saptaparna.
4 reviews1 follower
January 2, 2022
স্বপ্নের মত গল্পগুলো পুরোটা সময় ধরে আচ্ছন্ন করে রেখেছিল। নিজের কল্পনাকে এমন সাবলীলভাবে পাঠকের নিকট তুলে ধরা বিভূতিভূষণ সত্যিই অনন্য।
Profile Image for Shreyashree.
252 reviews2 followers
September 20, 2023
প্রত্যেকটি গল্প মর্মস্পর্শী ।
Profile Image for Nayeem Samdanee.
58 reviews14 followers
September 29, 2021
২২২টি গল্প লিখেছেন বিভূতিভূষণ, যার ভেতরে ৩৫টি পড়ে ফেলা গেলো। "শ্রেষ্ঠ" শিরোনামের গ্রন্থপাঠ কিছুটা বিভ্রান্তিকর, কারণ রচনার শ্রেষ্ঠত্ব পরিমাপের এক ও অদ্বিতীয় বিচারক হচ্ছেন গ্রন্থের সংকলক/সম্পাদক। এই বই বিভূতিভূষণের ছোটোগল্পের বৈচিত্র্যকে কতোখানি প্রকাশ করেছে, তা আমার জানা নেই, তবে সব মিলিয়ে সংকলনটি মন্দ নয়। কিছু কিছু গল্পের মাঝে সাদৃশ্য লক্ষ করা যায়, হয় কাহিনী দিক থেকে, নয়তো ধারাবর্ণনার ধাঁচে। বেশকিছু গল্প উত্তমপুরুষে লেখা, এবং সেসব গল্প এগোয় দ্বিতীয় আরেকটি চরিত্রকে (এই চরিত্রটিই গল্পের প্রোটাগনিস্ট বা কেন্দ্রে) ঘিরে; সেই চরিত্র কখনো কবি, কখনো কালজীর্ণ ঔপন্যাসিক, কখনো বারবনিতা, কখনো আত্মীয়পরিজনবিহীন বৃদ্ধা। চরিত্রগুলোর সঙ্গে ধারাবর্ণনাকারীর বিভিন্ন সময়ে দেখা হয়; যেমন, এক বছর পর তাকে দেখলাম, তিন বছর পর আবার তার সাথে দেখা, এরপর দশ বছর আর দেখাসাক্ষাৎ নেই, এরকম। নস্টালজিক কিংবা আবেগাক্রান্ত করে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। কখনো ভালো লাগে, কখনো বিশেষ লাগে না। ঔপন্যাসিক বিভূতিভূষণের মতো ছোটগল্পকার বিভূতিভূষণও প্রকৃতি, বন, বৃক্ষ, তৃণের বর্ণনা রেখেছেন অধিকাংশ গল্পেই। একটি গল্পের তো পুরোটাই এই প্রকৃতিবিষয়ক মুগ্ধতার আখ্যান, আলাদা কোনো কাহিনী সেখানে নেই। তবে ছোটগল্পের এই নিরীক্ষামূলক প্যাটার্নগুলো উপভোগ্যই।
Profile Image for Rima Kar.
141 reviews8 followers
August 12, 2021
These are stories that touch you. The characters are simple but their appeal is so complex. The narration in some stories compel you to feel the remorse and the heartbreak, or relief and joy. Especially, Mouriful, Purono Katha, Tal Nabami, Pui Macha, and even Canvasser Krishnalal were a real treat to read.
Bibhutibhushan's writing has a magic attraction and I'm happily giving in.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.