What do you think?
Rate this book


183 pages, Hardcover
First published June 1, 2011
“বাংলাদেশের মর্ম কাহিনী লুকোনো আছে এইসব নিভৃত পল্লিপ্রান্তের আম, বকুল, বাঁশবনের আড়ালে। যিনি লেখক হবেন, যিনি লেখনী ধারণ করবেন, তাকে আসতে হবে এখানে, মিশতে হবে এদের সঙ্গে। যোগ দিতে হবে এদের এইসব শান্ত, উত্তেজনাহীন, তুচ্ছ, অখ্যাত, অনাড়ম্বর গ্রাম্য জীবনের উৎসবে; এদের বুঝতে হবে, ভালোবাসতে হবে!”বিভূতিভূষণের ছোটগল্পের গতিপ্রকৃতি তাঁর উপরোক্ত কথার মাধ্যমে অনেকটা অনুধাবন করা যায়। ছোটগল্পে মমতামাখা হাতে তিনি অতি সাধারণকে তুলে ধরেছেন; সাধারণকে অসাধারণত্বের ছোঁয়া দিয়েছে তার লেখনী। দারিদ্র্য তাঁর গল্পে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও মানিকের গল্পের হাহাকার তাতে নেই। তাঁর গল্পে আঘাতের চেয়ে উপশমই মূখ্য।