লোকায়ত ঠিক কি? কেন? কোথা হতে এর উৎপত্তি, বিকাশ কেমন করে হলো? এসব প্রশ্নের উত্তর নিয়ে বিশদ বিশ্লেষণের এই বই।
আর্যদের ভারত ভূখণ্ডে আসার অনেক আগে থেকেই এখানকার আদি বাসিন্দাদের ছিল নিজস্ব দর্শন, রীতিনীতি। আর্য আগমনের পর ধীরে ধীরে বৈদিক দর্শনের আড়ালে চাপা পড়ে যায় তা। শুধু তা-ই নয়, আর্যদের ভাষ্য অনুসারে লোকায়ত দর্শন ছিল অতি নিচু শ্রেণীর দর্শন। দুঃখের বিষয় লোকায়তর কোন নির্দিষ্ট পুস্তক পাওয়া যায় না। সম্ভবত বৈদিক ভাবধারার মানুষেরা তা ধ্বংস করেছিলেন।
তাহলে লোকায়তর খোঁজ পাওয়া যাবে কোথা হতে? আর্যদের ভাষ্যে থেকেই বিশ্লেষণ করে বের করতে হবে লোকায়তর স্বরূপ ইতিহাস। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ঠিক সে কাজটিই করেছেন। বিভিন্ন ভাষ্য, পুস্তক গবেষণা থেকে একটু একটু আহরন করে সে সব জুড়ে লোকায়ত দর্শনকে তুলে ধরেছেন আমাদের সামনে।
দর্শনের পাশাপাশি এখানে আছে ভারতের আদি ইতিহাস। এখানকার মানুষের ইতিহাস। দেবগুরু বৃহস্পতি থেকে চার্বাক, সাংখ্য, শঙ্কর ভাষ্য প্রভৃতিকে নৃতত্ত্ব, ইতিহাসের আলোকে আলোচনা করেছেন লেখক। এ বই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের একটি অমূল্য কর্ম।
*কেবল উৎসাহ নয়, এই বই পড়ার জন্য গভীর অধ্যবসায় এবং পরিপক্বতা প্রয়োজন।