ওবায়দুল কাদেরকে আমরা সাধারণত একজন রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে চিনি। কিন্তু তিনি যে একজন লেখক ও সাংবাদিক তা জানতাম না। সরকারি জেলা গ্রন্থাগারে বই পড়তে গিয়ে হঠাৎ করেই তার লেখা "মেঘে মেঘে অনেক বেলা" বইটি চোখে পড়ে, এবং কৌতূহল তীব্র রূপ নিলে পড়া শুরু করি।
বইটির ভাষা, অনুভব এবং অভিব্যক্তি সবকিছুতেই লেখকের সাহিত্যিক সত্তার প্রকাশ পাওয়া যায়। বিশেষ করে "খুনের সঙ্গে ফুলের সম্পর্ক" কথাটি দারুণভাবে মুগ্ধ করেছে। একজন রাজনীতিকের কলমে এমন নরম, কাব্যিক স্পর্শ ও গভীর উপলব্ধি দেখে সত্যিই অবাক হতে হয়।
এই বই যেন ওবায়দুল কাদেরের ভিন্ন এক রূপ তুলে ধরেছে। একজন চিন্তাশীল, অনুভবী ও শিল্পস্নিগ্ধ মানুষ।
ওবায়দুল কাদের তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, এতোটুকুই জানা ছিলো তার বিষয়ে। সে যে একজন লেখক এবং সাংবাদিক এই বিষয় জানা ছিলো না, সরকারি জেলা গ্রন্থাগারে হঠাৎ বই পড়তে পড়তে তার বইটা সামনে চলে আসে, আগ্রহ তীব্রতার রূপ নেওয়াতে তার বইটা পড়া শুরু করলাম; ❝খুনের সঙ্গে ফুলের সম্পর্ক❞ প্রকরণটা মুগ্ধ করেছে।
প্রায় ৬ মাস পর আমাদের জেলা গ্রন্থাগারে গেলাম । অনেক কিছুই পরিবর্তন করা হইছে । শেলফগুলো নতুন করে সাজানো হইছে । উত্তর - পশ্চিম কোন থেকে বইগুলো দেখতে শুরু করলাম আর হঠাৎ করেই বইটা পেলাম !
ওবায়দুল কাদেরকে এভাবেই ভালো লাগে । তিনি যে বই লিখছেন সেটা জানা ছিলো না ।
বইটা ২০০০ সালে প্রকাশিত । ৮০/৯০ এর দশকের লেখাগুলোই এতে স্থান পাইছে ।