What do you think?
Rate this book


56 pages, Unknown Binding
First published January 1, 1928
“মলয়-শীতলা সুজলা এ দেশে – আশিস করিও খালি – আরব বসন্ত তখন বহুদূর, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী দশকে আরবে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে উপনিবেশিক শৃঙ্খল দূর্বল হয়ে পড়ে। মধ্যযুগ ও আধুনিক আরব-মরুর নায়কেরা নজরুলের বিপ্লবের চেতনায় নতুন আশার সঞ্চার করে।অগ্নিবীণায় আবারও সেই পুরনো ভৈরবী রাগ বেজে ওঠে। অগ্নিবীনার নজরুলের পুনরাবির্ভাব জিঞ্জীরে।
উড়ে আসে যেন তোমার দেশের মরুর দু-মুঠো বালি।”