হরর গল্প-প্রিয় পাঠকদের জন্যে এ বই। বইটিতে চমৎকার কিছু হরর কাহিনী সন্নিবেশিত করা হয়েছে যা পড়ে পাঠক কখনও আঁতকে উঠবেন ভয়ে, কখনো বা শিউরে উঠবেন। প্রতিটি গল্পের শেষে রয়েছে এমন চমক, বইটি ধরলে শেষ না করে ছাড়তেই চাইবেন না।
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
অনিশ দাশ অপুর লিখা বলার চেয়ে আমি এই বইকে অনিশ দাস অপু অনুদিত বলতে চাই। কেননা এই বইটির প্রতিটা গল্পই বিভিন্ন লেখকের গল্প থেকে অনুদিত যেমন, রবার্ট ব্লিচ , রাজেন্দ্র সিং ও রাজেশ্বরী সিং, স্টিফেন কিং, ডন ইয়লফসন, কার্ল জ্যাকবি, রোজমেরী টিম্পারলি ইত্যাদি।
ছোট ছোট সব গল্প কিছুটা ভয়ের কিছুটা বীভৎস আবার কিছুটা ম্যাড়মেড়ে। টাইম পাসের জন্য খারাপ না।
সেরা গল্প প্রাচীন মিশরের কুমির মুখের পিশাচের বিখ্যাত হরর কাহিনি রবার্ট ব্লকের "দ্য সিক্রেট অভ সেবেক", স্টিফেন কিংয়ের মৃত্যুর খবর নিয়ে আসা অশুভ খেলনা বানরের গল্প "দ্য মাঙ্কি", জ্যান্ত প্রাণীর মগজ খাওয়ার পৈশাচিক গল্প জন আর্থারের গল্প " বানরের মগজ"। এর বাইরে ভ্যাম্পায়ার ফিকশন রবার্ট ব্লকের "রিফিউজি", রোজমেরি টিম্পারল, অশুভ বিজ্ঞান গবেষণার কাহিনি উইলিয়াম সিনক্লেয়ার এর " দ্য হরিফায়িং এক্সপেরিমেন্টস অভ ড. জেসন স্লোন", ভয়ানক সর্বগ্রাসী ঘৃণার কাহিনি নরম্যান ক্লাউফম্যানের "ফ্লেইম" এর ছায়া অবলম্বনে গল্প "ঘৃণা" গল্পগুলোও চমৎকার। এর বাইরের গল্পগুলো তেমন যুতসই না, গড়পড়তা মানের। সবচেয়ে বাজে গল্প বাংলাদেশ রেলওয়েতে সানগ্লাস পরে ঘুরে বেড়ালো লাল চোখের বকবক করা ভ্যাম্পায়ার ফিকশন "ভ্যাম্পায়ারের প্রতিহিংসা "।
১. পিশাচদেবতা (The Secret of Sebek - Robert Bloch) ২. ভ্যাম্পায়ারের প্রতিহিংসা - (The Vampire - Rajendra Singh, Rajeswari Singh) ৩. বানর (The Monkey - Stephen King) ৪. মুখোশের আড়ালে (The Fright Mask - Don Wolfson) ৫. ঘুড়ি (The Kite - Carl Jacobi) ৬. মার্থার সাথে সাপার (Supper with Martha - Rosemary Timperley) ৭. প্রেতাত্মার প্রতিশোধ (Death Takes Vengeance - Vida Derry) ৮. চোখ (The Necklace - Dulcie Gray) ৯. বানরের মগজ (Monkey Business - John Arthur) ১০. পালাবার পথ নেই (The Horrifying Experiments of Dr. Jason Sloane - William Sinclair) ১১. ঘৃণা (Flame - Norman Kaufman) ১২. উদ্বাস্তু (The Refugee - Robert Bloch)