পাঠক, কী ধরনের হরর গল্প আপনার পছন্দ? অনুবাদ নাকি মৌলিক? গা ছমছমে ভৌতিক কাহিনী অথবা কলজে চমকে দেয়া পিশাচ গল্প? সেবা ও রহস্যপত্রিকার শক্তিশালী কয়েকজন লেখকের সব রকম স্বাদের, সব ধরনের গল্প পাবেন এ বইতে। প্রবেশ করুন ভয় ও আতঙ্কের দুঃস্বপ্ন-রাজ্যে
বই এ অন্তর্ভুক্ত গল্পগুলোর নাম ১। দূরের বাঁশি ২। নরসিংহপুরের পিশাচ ৩। সাপ ৪। সেই আপেল গাছটি ৫। আলমারী বউ ৬। চোর ৭। সর্প মানব ৮। বিদ্বেষিণী ৯। অশরীরী ১০। ঘৃনা ১১। ভ্যাম্পায়ার ১২। মিশ্র রক্ত ১৩। সেই মেয়েটি ১৪। রুমমেট
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
চোদ্দোটি মাঝারি মানের ভয়াল তথা অলৌকিক কাহিনির সংকলন এই বইটি পড়তে বিশেষ সময় লাগল না। করোনা-জনিত লকডাউনে পড়াশোনা ছাড়া বিশেষ কিছু তো করার নেই। গল্পগুলো মৌলিক নয়। অনুবাদকদের যথাসাধ্য প্রয়াস সত্বেও সেগুলো ভয়ের বদলে গা-গোলানোর অনুভূতি তৈরি করতেই বেশি সফল হল। ব্যতিক্রম হিসেবে জাহিদুস সাঈদের 'দূরের বাঁশি' আর শাহেদ ইকবাল-এর 'আলমারি বউ'-এর কথা বলব, যারা লেখনীর নৈপুণ্যে স্মরণীয় হয়ে উঠেছে। বইটা হাতে পেলে অবশ্যই পড়তে পারেন।
- অশরীরী (Little Louise Roque - Guy De Maupassant - বিদ্বেষিণী (The Squaw - Bram Stoker) - সেই আপেল গাছটি (The Apple Tree - Daphne Du Maurier) - সাপ (The Snake - Dennis Wheatley)
বইটা ভালোই ছিল বা বলা যায় বইটির গল্পগুলো ভালো ছিল। তবে ৩টি গল্প বাদে বাকি গল্পগুলো পড়ে ভালো লেগেছে। গল্প তিনটি হচ্ছে ^সর্প মানব, ^ বিদ্বেষিণী এবং ^ঘৃণা। ইংরেজিতে যদি বলি তাহলে বলব "I shouldn't have read this book containing this three stories!"
যাইহোক ওই তিনটি গল্পের জন্য বইটিকে আমি তিন রেটিং দিচ্ছি।।