"পছন্দের নারীর সাথে প্রথমবার কথা বলাটা প্রথমবার মাদক নেবার মতো কঠিন কাজ। সাহস করে একবার নিতে পারলেই হলো। বাদ বাকি জীবন নেশায় কেটে যাবে।" - অদ্ভুত তুমিহীনতায় ভুগছি, কাসাফাদ্দৌজা নোমান
অদ্ভুত নামের কারণে আর নোমান ভাইয়ের বই- এই কারণে "অদ্ভুত তুমিহীনতায় ভুগছি" বইটা গত ২০১৫'র বইমেলায় অনেক আগ্রহ নিয়ে কিনেছিলাম। আবার বইমেলা এসে পড়লো, কিন্তু পড়বো পড়বো করেও পড়া হয়ে ওঠে নি।
বইটা শেষ করলাম। ভালো লাগা- মন্দ লাগা মেশানো অনুভূতি। গল্পের মধ্যে গল্পের চেয়ে উদ্ধৃতি বেশি- এমনটা মনে হয়েছে। দু'য়েকটা গল্প ছোটভাবে হলেও ভেতরটায় নাড়া দিয়েছে। আমার মনে হয়েছে নোমান ভাই বই লিখতে গিয়ে হালকা পাতলা গুলিয়ে ফেলেছেন। ব্যাপারটা বেশি মনোযোগী হতে যেয়ে অমনোযোগী হয়ে যাওয়া মতোন। বইটা পড়ে যতোটা না ভালো লেগেছে তারচে' বেশি ভালো লাগে উনার ফেসবুক স্ট্যাটাসগুলা!
* মানুষ অনেক কিছুই কণ্ট্রোল করতে পারে। গ্যাস্ট্রিক আর প্রেম কন্ট্রোল করতে পারে না।
* পুরানো প্রেম পৃথিবীর মতো গোল। কোথাও না কোথাও দেখা হয়ে যাবেই।
* প্রিয় নাগরিকতমা, রিকশার হুড না তুলেও ফাঁকা রাস্তা দেখে চুমু দেয়া যায়! ইতি, তোমার একান্তই প্রেমিক নাগরিক।
শেষ করলাম কাসাফাদ্দৌজা নোমান ভাইয়ার প্রথম বই 'অদ্ভুত তুমিহীনতায় ভুগছি'।
যদি রেটিং দিতে বলা হয়, তবে ৩.৫/৫ দিবো আমি... ১৩টি ছোটগল্প নিয়ে বইটা। সত্যি বলতে মাঝের কয়েকটা গল্পে ধৈর্যচ্যুতি হলেও, বেশিরভাগ গল্প শেষ করে অন্য রকম একটা ভাল লাগা কিংবা কাহিনীর পেক্ষিতে কষ্টে বুক ফেটে গেছে..
শুভ কামনা রইলো, আরো ভাল লেখা পড়ার অপেক্ষায় রইলাম...
নতুন লেখক হিসেবে যথেষ্টই ভাল বই। স্বকীয়তা আছে। পড়তে গিয়ে আর কারো স্টাইল ফলো করেছেন বলে মনে হয় নি। প্রতিটা গল্প ইউনিক, দৈনন্দিন জীবন নিয়ে লিখেছেন। সামনে আরো ভাল কিছুর অপেক্ষায় থাকলাম।
বইটি যে বছর প্রকাশিত হল তখন থেকেই নামটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু বইটি পড়া হয়নি। অবশেষে সংগ্রহ করতে পেরেছি। ১৩টি গল্প নিয়ে সাজানো বই। বিভিন্ন টপিকে লেখা। যার মধ্যে প্রেম, দারিদ্র, মানবজীবন যাপন, সামাজিক বৈষম্য ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। কয়েকটা গল্প বাদে বেশিরভাগই ভাল লেগেছে। গল্পের কিছু কিছু লাইন দুর্দান্ত লেগেছে। সবচেয়ে ভাল লেগেছে I miss you এর অনুবাদ "অদ্ভুত তুমিহীনতায় ভুগছি।"