রিরিডিং এর পর দুই এর বেশি দিতে পারলাম না। তিন গোয়েন্দার এই না অ্যাডভেঞ্চার, না পাজলিং মিস্টেরি টাইপ গল্প গুলো খুব একটা ইন্টারেস্টিং না। জাল নোট, জাল পাসপোর্ট, জাল চেক, আর চোরাচালান নিয়ে মাঝের দিকের ভলিউম গুলো তে এই ধরণের গল্প গুলো বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভিক্টর সাইমন থাকেন এবং অন্য একটা কেস এ কাজ করেন কিন্তু সাধারণত শেষে গিয়ে দেখা যায় তিন গোয়েন্দার কেস এর সাথে কোনোভাবে তার কেস এর যোগসাজশ আছে ।
একটু একঘেয়ে, বুদ্ধির খেলা নেই, বরং একই জায়গায় বারবার যাওয়া আর মুসা এর বারবার আলাদা হয়ে যাওয়া টা বিরক্তিকর।