What do you think?
Rate this book


136 pages, Hardcover
First published January 1, 1996
'উর্দ্ধতন সামরিক কর্মকর্তারাতো রাষ্ট্রপতি নিধনে তখন ঢাকা সেনানিবাসে বিজয়োৎসবে মশগুল, যেমন অসম্ভব ক্ষমতালিপ্সু উপসেনাধ্যক্ষ জেনারেল জিয়াউর রহমান, উচ্চাকাঙ্ক্ষী চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, সুযোগসন্ধানী ঢাকা ব্রিগেডের অধিনায়ক কর্নেল শাফায়াত জামিল। তাইতো রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক শেখ মুজিবের হত্যার পরও অভ্যুত্থান নস্যাৎ করার কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বরং বিদ্রোহীদের ট্যাঙ্ক বাহিনীর গোলাবারুদের ঘাটতি পূরণের নির্দেশ দিয়েছিলেন খালেদ মোশাররফ, সম্ভাব্য প্রতিরোধ রুখতে তিনিই দুটি ফাইটার জেট পাঠিয়েছিলেন সাভারের রক্ষী বাহিনীকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে।'