Sumanto Aslam ( Bengali: সুমন্ত আসলাম) is a Bangladeshi journalist and novelist. He was the sectional editor of Alpin, the weekly satirical supplement of Prothom Alo and wrote his editorial under the banner "Boundule". Now he is the sectional editor of Pachal.
অনেকেই বলতে পারেন সুমন্ত আসলাম হিমুর নিজস্ব সংস্করণ তৈরি করার চেষ্টা করেছেন রুহমানের মাধ্যমে। এটি কিছুটা হলেও সত্যি হতে পারে। তবে রুহমান ও হিমুর মধ্যে অনেক ভিন্নতা ও খুঁজে পাবে পাঠক। এটি রুহমান চরিত্রের পরিচায়ক বই। রুহমানের আরও গল্প পড়ার আগে তার চরিত্রের উৎপত্তি বুঝতে এই বইটি প্রয়োজনীয় পাঠ বটেই।
ব্যতিক্রমধর্মী নাম, ব্যতিক্রমধর্মী কাহিনী আর অদ্ভুত যুক্তিপূর্ণ কথা সব মিলিয়ে এক বসায় শেষ করার মতো বই। যদিও মাঝে মাঝে দন্তন্য রুহমানের মধ্যে 'হিমুর' ছায়া খুজে পেয়েছি তবুও এক চুলও খারাপ লাগে নি।