'এটাই সেই প্রতীক!' চেঁচিয়ে উঠল কিশোর। 'ফার্স্ট মেটের আংটিতে এই চিহ্নই দেখেছি!' পুরানো বইটার দিকে তাকিয়ে রয়েছে সে। নামটা অদ্ভুতঃ এম্পায়ার অভ দ্য টুইস্টেড ক্ল। মলাটে ছাপ মারা রয়েছে লাল রঙের প্রতীক-চিহ্ন। দোকানের মালিক জানতে চাইল, 'ইন্টারেস্টিং কিছু পেয়েছ?' বইটা দেখিয়ে জিজ্ঞেস করল রবিন, 'দাম কত?' নাকের উপর ঠিকমত চশমা বসাল দোকানী, আনমনে মাথা নেড়ে বলল, 'আসল দাম জানতে হলে খুলে দেখতে হবে। তবে ঐ র্যাকের কোন বইয়ের দামই হাজার ডলারের নিচে নয়। বেশিও আছে।' হাঁ হয়ে গেল দুই গোয়েন্দা। বলে কি! একটা বইয়ের দাম এত! হতাশ হলো খুব। ঐ বই কেনার সামর্থ্য তাদের হবে না।