'কার্স অভ দ্য ক্যারিবি!' জিজ্ঞেস করল কিশোর, 'বুঝতে পারছেন কিছু?' চমকে গেলো লোকটা। 'মানে, ক্যারিবিয় অভিশাপ!' আবার ভাবলেশহীন হয়ে গেল তার চেহারা, মিলিয়ে গেল চোখের তারায় আতঙ্কের ছায়া। আস্তে করে বলল, 'না, বুঝতে পারছি না!' রহস্যময় এই রোগীকে প্রশ্ন করে কোন ফায়দা হবে না, বুঝে গেল কিশোর। রাস্তায় বেরিয়ে রবিনকে বলল, কথাটা শুনেই কেমন আঁতকে উঠল, দেখলে! রক্তশূন্যতা তাকে দুর্বল করেছে বটে, কিন্তু ভয় ধরাতে পারেনি। ভয়টা তার অন্য কোনখানে!
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।