'কোনমতেই ছাড়া যাবে না ওকে!' প্রতিজ্ঞা করে ফেলেছে কনস্টেবল ফগর্যাম্পারকট; কারণ পেছনে পেছনে আসছে কিশোর পাশা। ঐ বিচ্ছু ছেলেটা ছাড়বে না, ঠিক অনুসরণ করে যাবে। সুতরাং অমানুষিক কষ্ট করে দাঁতে দাঁত চেপে এগিয়ে চলল ফগ। আর পরাজিত হতে রাজি নয় পাজি ছেলেমেয়েগুলোর কাছে। সামনে মাথা তুলে দাঁড়িয়েছে উঁচু পাহাড়। ঢাল বেয়ে যেন উড়ে চলেছে মোমের পুতুল। এটাই ওকে ধরার শেষ সুযোগ। গ্রীনহিলসে তিন গোয়েন্দার আরেক অসামান্য রহস্য-কাহিনী এটি।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।