পাহাড়ের ওপরে অন্ধকার গুহার মধ্যে সেনিকা ইন্ডিয়ানদের কবর। পাহারে দেয় এক বিশাল, ভয়ঙ্কর ভূতুরে কুকুর। এই গল্প বিশ্বাস করল না রবিন, দেখতে চলল। ভাবতেও পারেনি, কি সাংঘাতিক বিপদ ওত পেতে আছে। ঢুকে পড়ল গুহায়। আগণিত কঙ্কালের মাঝে দাঁড়িয়ে হুঁশ হলো ওর। শুরু হলো ভূতের সঙ্গে অসম লড়াই। একমাত্র রক্ষাকবচ যোদ্ধা জাতি মোহক ইন্ডিয়ানদের একটা অনেক পুরানো ওয়ামপাম গুটির মালা।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।