What do you think?
Rate this book


271 pages, Hardcover
First published January 1, 2015
একজন গেল মাঠ
তার মাথায় আঁতেল ছাঁট
কুকুর মেকুর রামের ঢেঁকুর পেরোচ্ছে সম্রাট।
চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন, প্রায় অন্ধকার।
বাসস্টপে কেউ নেই কোথাও...
এই শালা গোটা সভ্যতাটা উন্নতির নাম করে স্রেফ আলসেমির দিকে ঢলছে! যত পারে শালারা মেশিন বানায়। মশলা বাটবে কে? মেশিন। মুসুম্বির রস বের করবে কে? মেশিন। জাঙিয়া কাচবে কে? মেশিন। খবর নেবে কে? টেলিফোন। ফাইল গুছিয়ে রাখবে কে? কম্পিউটার। টাকা গুনবে কে? এটিএম। মড়া পোড়াবে কে? ইলেকট্রিক চুল্লি। আর তুমি শালা ঈশ্বরের দেওয়া ননীর তনুখানি নিয়ে কী করবে? আধশোয়া হয়ে চিপস খাবে আর সিরিয়াল গিলবে।
মেয়েদের ব্যাপারটা ঠিক জানি না, ছেলেদের অন্তত, হস্তমৈথুনের চেয়ে বড় বন্ধু এ পৃথিবীতে নেই। কেউ নেই, যে নিঃশর্ত আনন্দময় এক সম্ভাবনা নিয়ে সর্বক্ষণ সঙ্গে-সঙ্গে থাকে ও তুরীয় সুখ ডেলি প্রদান করে। সান্ত্বনা ও শুশ্রূষাও কিছু কম বিলোয় না। মা-বাবার চেয়ে অনেক নিশ্চিত আশ্রয় সন্তান নিজশিশ্নের কাছে পায়। যদিও, মা-বাপ তাকে ডেকে প্রবল কড়কাবার পর এবং "এসব করলে তুমি উইক হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবে না, ডাক্তারকাকুও বাঁচাতে পারবে না", কিংবা "নোংরাস্য নোংরারাই এইসব করে ছি ছি ছি আমাদের ছেলে হয়ে তুমি ছিঃ চ্ছি ছিইইহ" ধমকি শোনার পর সে প্রতিজ্ঞা করে "আর নয় জীবনে নয় কক্ষনো এই পাপ নেহি!!"
পড়লে বগা ফান্দে
হাত-পা ছুঁড়ে কান্দে,
আরে বৌ চাই, মৌ চাই,
ম্যাও চাই, ঘৌ চাই,
খ্যামটায় ঘোমটায়,
ঝিংচ্যাক ছৌ চাই,
Sunday হো ইয়া Monday!
কিনছে পালং শাক
তাতে মাছের মাথা ঢাক,
আরে ঢাকঢাক, গুড়গুড়
তিন তাল, সাত সুর
Love scene, obscene
দিনকাল কদ্দুর
আয়নায় ঠকঠক
খুললেই রোদ্দুর
গোবরজলে ধুই!
একের পিঠে দুই
কাঁদিস কেন তুই?
অরুণ বরুণ কিরণমালা
চৌকি চেপে শুই।
এসো চৌকি চেপে শুই!
এসো চৌকি চেপে শুই?