Shawkat Osman (Bengali: শওকত ওসমান; Sheikh Azizur Rahman; 1917 – 1998) was a Bangladeshi novelist and short story writer.Osman's first prominent novel was Janani. Janani (Mother)is a portrait of the disintegration of a family because of the rural and urban divide. In Kritadaser Hasi (Laugh of a Slave), Osman explores the darkness of contemporary politics and reality of dictatorship.
Awards Bangla Academy Award (1962) Adamjee Literary Award (1966) President Award (1967) Ekushey Padak (1983) Mahbubullah Foundation Prize (1983) Muktadhara Literary Award (1991) Independence Day Award (1997)
একমাত্র 'জননী' উপন্যাস টাই ভালো লেগেছে। 'ক্রীতদাসের হাসি' ও মোটামুটি লেগেছে যদিও এগুলো শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস। শওকত ওসমানের উপন্যাসের পাঠক মাত্রই যে বিষয় লক্ষ্য করেছি , তাহলো সব ধরনের সামাজিক বৈষম্য ও অবিচারের প্রতি লেখকের প্রখর বিরাগ ও সুস্থ সামাজিক ব্যবস্থা গঠনে তার দুর্দমনীয় আগ্রহ।
লেখকের বিষয়বস্তুর সঙ্গে শিল্পের চাহিদার এক সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠেছে। শওকত ওসমান যে ধরনের বিষয়বস্ত (সাধারণ মানুষ ও গ্রামীণ পরিবেশ) নিয়ে কারবার করেন তার ধারা একেবারে শুকিয়ে যায়নি; কেননা এই বৈশিষ্টের প্রভাব সমকালীন বা পরবর্তী ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক এবং বর্তমান সময়ের অনেক নবীন ঔপন্যাসিকের মধ্যেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্য করা যায়।