এই উপন্যাসোপম জীবনী-সিরিজের তৃতীয় বইটা নিয়ে নিজের ভাবনাগুলো লিখতে গিয়ে বেশ সমস্যায় পড়েছি| একদিকে একথা সত্যি যে আলোচ্য মানুষটির জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পর্যায় এই বই-এ আলোচিত হয়েছে, যে পর্যায়টা নিয়ে আমার মতো গোদা পাঠক থেকে শুরু করে তালেবর বিশেষজ্ঞ-ও জানতে আগ্রহী, এবং সেই হিসেবে এই বই প্রচুর তথ্য আমাদের দেয়| কিন্তু অন্যদিকে এটাও সত্যি যে লেখকের ভক্তি এবং তাঁর গদ্যে সেই ভক্তির প্রকাশ বইটা পড়তে গিয়ে আমাকে বেশ সমস্যায় ফেলেছে| আমি এই সিরিজটা পড়া শুরু করেছিলাম এই আশায় যে একজন মানুষের বায়োগ্রাফি পড়ে তাঁর গল্প-হলেও-সত্যি জীবনের সম্পর্কে জানতে পারব, কিন্তু সিরিজটা পুরোপুরি হেজিওগ্রাফি হয়ে যাচ্ছে, আর তাতেই আমি হেজে যাচ্ছি! আর বোধহয় টানা গেল না এই সিরিজটা|